Connect with us
ক্রিকেট

৫ ভেন্যুতে বাংলাদেশের ভারত সফরের সূচি ঘোষণা

Bangladesh vs India
বাংলাদেশ-ভারত সিরিজ। ছবি: সংগৃহীত

 

ক্রিকেট বিশ্বে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাটে-বলের ব্যস্ততা৷ বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্রিকেট আবারো ফিরবে দ্বিপক্ষীয় সিরিজে৷ আইসিসি’র টেস্ট চ্যাম্পিয়নশিপের পাশাপাশি রয়েছে বিভিন্ন দেশগুলোর মধ্যকার টেস্ট, ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ৷ এরই মধ্যে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড(বিসিসিআই)। পাঁচটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভিন্ন ভিন্ন ভেন্যুতে৷

আইসিসির টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়। ২৭ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে কানপুরে।

টেস্ট সিরিজ শেষ হওয়ার ৯ দিন পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ৷ ৬ অক্টোবর ধর্মশালায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ৯ ও ১২ অক্টোবর দ্বিতীয় ম্যাচ দিল্লিতে এবং শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে হায়দরাবাদে। ম্যাচগুলো বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে৷ টেস্ট ও টি-টোয়েন্টি থাকলেও সিরিজে নেই কোনো ওডিআই ম্যাচ৷

আরো পড়ুন: সুপার এইটে বাংলাদেশ ম্যাচে যারা থাকছেন আম্পায়ার

এর আগে ২০১৯ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। সেবারও দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ দল। সেই সময় কেবল একটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে দেশে ফিরেছিল বাংলাদেশ। যা এখন পর্যন্ত ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি জয়৷ টি-টোয়েন্টিতে দুই দলের ১৩ বারের দেখায় ১২টিতে জয় পেয়েছে ভারত, অন্যদিকে বাংলাদেশ জয় পেয়েছে একটিতে৷ ২০১৯ সালে দিল্লীতে ভারতকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ।

২০১৭ সালে সর্বশেষ হায়দ্রাবাদে টেস্ট খেলেছিল বাংলাদেশ৷ সেই ম্যাচে ২০৮ রানের ব্যবধানে হেরছিল বাংলাদেশ। দীর্ঘ ৭ বছর আবারো হায়দ্রাবাদে গড়াবে বাংলাদেশ-ভারত টেস্ট৷ টেস্টে দুই দলের ১৩ বারের দেখায় ১১বারই জয়ের দেখা পেয়েছে ভারত, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে৷

 

ক্রিফোস্পোর্টস/২০জুন২৪/টিএইচ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট