Connect with us
ফুটবল

বাংলাদেশ-ভারত সফর সূচি চূড়ান্ত, উচ্ছ্বসিত মার্টিনেজ যা বললেন

এমি মার্টিনেজ। ছবি- গুগল

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশ সফরে আসছেন এটা চূড়ান্ত। মাত্র কয়েক ঘণ্টার জন্য থাকবেন, তবুও উচ্ছ্বসিত তিনি। তার মূল কারণ এ দেশে আর্জেন্টিনার ভক্ত সমর্থকের জনসমুদ্র।

তার সফর ঘিরে অনেক আলোচনা হয়েছে। সঙ্কা ছিল সফর বাতিলের। তবে সব অনিশ্চয়তা উড়িয়ে সোমবার নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে ঘোষণা দেন এ উপমহাদেশ সফরে আসছেন তিনি।

মার্টিনেজ তার পোস্টে লিখেন, আমি বেশ আনন্দিত। কারণ আগামী ৩ জুলাই আমার ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে। সফরের শুরুতে বাংলাদেশে দেখা-সাক্ষাৎ ও শুভকামনা বিনিময় হবে। পরে কলকাতায় যাবো। ইন্ডিয়াতে আমার আড়াই দিনের সফর। রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত।

এদিকে মার্টিনেজের বাংলাদেশে ঝটিকা ভ্রমণের মূল ভূমিকা রেখেছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, মার্টিনেজ ঢাকায় আসবে। কয়েক ঘণ্টা থাকবেন।

কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার শিরোপা জয়ের নায়কদের মধ্যে একজন মার্টিনেজ। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে কিংসলে কোম্যানকে রুখে দিয়ে মেসির স্বপ্ন পূরণ করেন।

আরও পড়ুন: মেসি-নেইমার-রোনালদো নয়, প্রিয় ফুটবলারের নাম জানালেন সানি

ক্রিফোস্পোর্টস/২৬জুলাই২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল