আগামী মাসেই তিন ফরমেটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। গতকাল সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ এবং দুটি টেস্ট ম্যাচ।
তবে অবাক করা বিষয় হলো এক মাস ব্যাপী চলা পূর্ণাঙ্গ এই সিরিজে কোন খেলা নেই ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই সফরে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ রয়েছে সিলেট এবং চট্টগ্রামে। তবে সিরিজের সূচি অনুযায়ী একাধিকবার দুই ভেন্যুতে ভ্রমণ করতে হবে দল দুটির।
প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে। সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে দল দুটি আসবে ওয়ানডে সিরিজ খেলতে। ফের প্রথম টেস্টের জন্য সিলেটে ফিরবে দুই দল এবং শেষ টেস্ট খেলতে আরো একবার চট্টগ্রাম যাবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।
এক নজরে পূর্ণাঙ্গ সিরিজের সময়সূচী:
তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
৪ মার্চ | ১ম টি-টোয়েন্টি | সন্ধা ৬টা | সিলেট |
৬ মার্চ | ২য় টি-টোয়েন্টি | সন্ধা ৬টা | সিলেট |
৯ মার্চ | ৩য় টি-টোয়েন্টি | দুপুর ৩টা | সিলেট |
১৩ মার্চ | ১ম ওয়ানডে | দুপুর ২টা ৩০ | চট্টগ্রাম |
১৫ মার্চ | ২য় ওয়ানডে | দুপুর ২টা ৩০ | চট্টগ্রাম |
১৮ মার্চ | ৩য় ওয়ানডে | সকাল ১০টা | চট্টগ্রাম |
২২-২৬ মার্চ | ১ম টেস্ট | সকাল ১০টা | সিলেট |
৩০ মার্চ- ৩ এপ্রিল | ২য় টেস্ট | সকাল ১০টা | চট্টগ্রাম |
আরও পড়ুন: ক্রিকেটের তিন সংস্করণেই খেলার যোগ্য মাহমুদুল্লাহ: খালেদ মাহমুদ
ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৪/এফএএস