Connect with us
ফুটবল

মালদ্বীপকে হারিয়ে আরও একটি সুখবর পাচ্ছে বাংলাদেশ

Bangladesh football
বাংলাদেশ ফুটবল দল। ছবি- বাফুফে

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচের একটিতে ড্র ও অপরটিতে ২-১ গোলের জয় পায় বাংলাদেশ। এতে করে আগামী ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে আই গ্রুপে জায়গা করে নেয় জামাল ভূঁইয়ার দল।

গত মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূল বাছাইপর্বে উঠেছে বাংলাদেশ। এরপর থেকে ফুটবল প্রেমীরা আনন্দে ভাসছেন। তবে ভক্তদের এই আনন্দ যেন দ্বিগুণ করে দিল ফিফা।

এবার আরো একটি সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে লাল সবুজের দল যাবে ১৮৩তম অবস্থানে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৯ তম অবস্থানে ছিল কাবরের শিষ্যরা। তবে মালদ্বীপের বিপক্ষে টানা দুইম্যাচে দুর্দান্ত পার্ফমেন্সের পর র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ দল। ফিফার সবর্শেষ র‌্যাঙ্কিং আপডেট অনুযায়ী বাংলাদেশ ১৮৯তম অবস্থানে রয়েছে। মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়ায় বাংলেদেশের পয়েন্ট বেড়ে হবে ৯১২.৬০। তখন বাংলাদেশ দলের অবস্থান হবে ১৮৩ তে।

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপের মূল বাছাইপর্বে বাংলাদেশ। ছবি- বাফুফে

এদিকে বিশ্বকাপ বাছাইয়ে ‘আই’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে আরও তিন দল। অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন। দলগুলোর সঙ্গে দুই লেগে দুটি করে মোট ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন: উরুগুয়ের কাছে লজ্জাজনক হার ব্রাজিলের

ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৩/এমকে/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল