Connect with us
ক্রিকেট

স্পন্সর ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ?

Ban vs Nz Test
স্পন্সর ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ? ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল (মঙ্গলবার) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলতে মাঠে নামছে বাংলাদেশ। সে উপলক্ষে আজ দুই দলের অধিনায়কের উপস্থিতিতে হয়ে গেল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। দুই অধিনায়কই ম্যাচ জার্সি গায়ে অনুষ্ঠানে উপস্থিত হলেও বাংলাদেশ কাপ্তান শান্তর জার্সিতে ছিল না কোনো স্পন্সরের লোগো।

বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’ এর সাথে ২০২১ সালের এপ্রিল মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দারাজের সাথে ক্রিকেট বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে চলতি (নভেম্বর) মাসেই। এখনো পর্যন্ত নতুন কোনো স্পন্সরের সঙ্গে চুক্তি করেনি বিসিবি। তাই আগামীকাল কোনো স্পন্সর ছাড়াই কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে দেখা যাওয়ার জোড় সম্ভাবনা রয়েছে টাইগারদের।

গুঞ্জন আছে, সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইনস কোম্পানি ফ্লাই এমিরেটসের সঙ্গে নতুন স্পন্সর হিসেবে আলোচনা চলছে ক্রিকেট বোর্ডের। তবে দুই পক্ষের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। মূলত ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ শেষ করার পরই স্পন্সর চূড়ান্ত করার পরিকল্পনা আছে বিসিবির।

বাংলাদেশ ক্রিকেট দলের সাথে দারাজের স্পন্সরশীপের চলমান চুক্তি ছিল ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের নভেম্বর মাস পর্যন্ত। পুরুষ ও মহিলা জাতীয় দল ছাড়াও ‘এ’ দল এবং অ-১৯ দলেরও স্পন্সর ছিল দারাজ। দারাজেরই আরেক সহযোগী প্রতিষ্ঠান ‘হাংরি নাকি’ ছিল এই দলগুলোর ‘কিট’ স্পন্সর।

আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

 

আরও পড়ুন: নিজের ভবিষ্যত নিয়ে কি সিদ্ধান্ত নিলেন তামিম?

ক্রিফোস্পোর্টস/২৭নভেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট