Connect with us
ক্রিকেট

দুই ফরম্যাটের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭

Bangladesh is going to tour Sri Lanka to play a series of two formats
শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ক্রিকেটে খেলে যাচ্ছে বাংলাদেশ। তবে এখনো জাতীয় দলের হাত ধরে বড় কোনো সফলতা ধরা দেয়নি। তাছাড়া যত দিন গড়াচ্ছে, দেশের ক্রিকেটের লক্ষণীয় কোনো উন্নতি হয়নি। পাইপলাইনে অসংখ্য ক্রিকেটার থাকলেও মানসম্মত ক্রিকেটারের সংখ্যা খুবই কম।

মানসম্মত ক্রিকেটার তৈরিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে বয়সভিত্তিক দলগুলোতে নজর বোর্ডের। আগের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলছে বয়সভিত্তিক দলগুলো।

অনূর্ধ্ব-১৯ দলের পর এবার অনূর্ধ্ব-১৭ দলের ওপরও নজর দিয়েছে বিসিবি। দীর্ঘদিন পর সিরিজ খেলতে দেশের বাইরে যাচ্ছে বাংলাদেশের কিশোররা।

আরও পড়ুন:

» মাত্র ১৯ বছরেই অবসরে রিয়াল মাদ্রিদের ফুটবলার!

» আইসিসি থেকে সুখবর পেলেন শান্ত-মাহমুদউল্লাহরা 

চলতি মাসেই দুই ফরম্যাটের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এই সফরে দুটি তিনদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে দলগুলো।

আগামী ২৪ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর ২৬ ও ২৮ নভেম্বর যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে ১ থেকে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রথম তিনদিনের ম্যাচ। এরপর ৬ থেকে ৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় তিনদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এদিকে, চলতি মাসেই আরব আমিরাতে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিতে সেখানে কন্ডিশনিং ক্যাম্প করে যুবা টাইগাররা। এশিয়া কাপের মূল খেলা শুরুর আগে ভারতের যুবাদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।

ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট