Connect with us
ক্রিকেট

স্পিনারদের ঘূর্ণিতে ভর করে স্বল্প পুঁজিতেও লিডের আশায় বাংলাদেশে

Ban vs Nz
স্পিনারদের ঘূর্ণিতে ভর করে স্বল্প পুঁজিতেও লিডের আশায় বাংলাদেশে। ছবি- সংগৃহীত

বাংলাদেশ-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনেই আজ যেন উইকেটের ফুলঝুরি দেখলো ক্রিকেট ভক্তরা। আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই দুই দলের ১৫ উইকেট পড়েছে শের-এ-বাংলায়। প্রথম ইনিংসে উইকেটে এসে খাবি খাওয়া বাংলাদেশের পর দিনের শেষ ভাগে মাত্র ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা। দিনের মোট ১৫ উইকেটের মধ্যে ১৪ টিই শিকার করেছে দু’দলের স্পিনাররা।

আজ সিরিজের দ্বিতীয় টেস্টে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘূর্ণিঝড় মিগজিউমের প্রভাবে গতকাল রাত থেকেই ঢাকার আকাশ থেকে বৃষ্টি ঝড়েছে যার প্রভাব আজ সকালেও ছিল। তাই দিনের শুরু থেকেই ফ্লাডলাইটের আলোয় খেলা শুরু হয়।

শুরু থেকেই তিন কিউই স্পিনার স্যান্টনার, এজাজ এবং গ্লেন ফিলিপসের স্পিন ঘূর্ণিতে দিশেহারা টাইগারদের ব্যাটিং লাইন আপ তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি। ফলস্বরূপ ১৭২ রানেই অলআউট স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ এর শিকার হন মুশফিক। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করে শাহাদাৎ হোসেন। কিউই স্পিনার স্যান্টনার ও ফিলিপস ৩ টি করে এবং এজাজ প্যাটেল ২ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে টাইগার স্পিনারদের স্পিন বিষে নীল হতে হয় কিউই ব্যাটসম্যানদের। তাইজুল-মিরাজের ঘূর্ণিতে মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারানোয় টাইগারদের লিডের আশা জেগে উঠেছে। কিউইদের ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন মিরাজ, কনওয়েকে ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফিরিয়ে। এর ২ রান পরেই লাথামকে আউট করেন তাইজুল ইসলাম। নিকোলসকেও খুব বেশি সময় ক্রিজে টিকতে দেননি প্রথম টেস্টে ১০ উইকেট শিকার করা তাইজুল, আউট করেন মাত্র ১ রানেই। এরপরের আঘাত হানেন মেহেদী মিরাজ কেইন উইলিয়ামসকে ১৩ রানে শাহাদাত হোসেনের ক্যাচ বানিয়ে এবং কিউইদের দিনের শেষে ক্ষত আরও বাড়িয়ে দেন ব্লান্ডেলকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে।

প্রথম টেস্ট জয়ের পর টাইগারদের লক্ষ্য এখন দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিয়ে ইতিহাস গড়ার। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর মিরাজ-তাইজুলের স্পিন বিষে আবারও ম্যাচে ফেরার স্বপ্ন বুনছে স্বাগতিকেরা। এখন তাই দ্বিতীয় দিনের উপর অনেকটাই নির্ভর করছে দ্বিতীয় টেস্টে টাইগারদের ভাগ্য।

আরও পড়ুন: মুশফিকের আউট নিয়ে যা বললেন ‘ধারাভাষ্যকার’ তামিম ইকবাল

ক্রিফোস্পোর্টস/০৬ডিসেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট