Connect with us
ক্রিকেট

ব্যাটিং বিপর্যয়ে ধুঁকছে বাংলাদেশ

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে প্রথমে সেশনে ৪ উইকেট নিয়ে দিনের শুরু টা ভালো করলেও মধ্যাহ্নভোজের আগে অস্বস্তিতে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যায় ধুঁকছে টাইগাররা। আরও একবার টপ অর্ডারের এর ব্যর্থতা। ২৬ রানেই ৩ উইকেট হারিয়ে লাঞ্চ ব্রেকে যাই বাংলাদেশ।

এদিন সকালে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র আশ্বিনের ১৯৯ রানের বিশাল জুটি ভেঙ্গে দিনের শুরু করে লাল- সবুজের প্রতিনিধিরা। সকালে তাসকিনের তান্ডবে দিশেহারা হয়ে যাই ভারত। ৩৭৬ রানে অলউইকেট হয় স্বাগতিকরা। বল হাতে ৫ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। ৩ উইকেট নিজের ঝুলিতে ঢুকান তাসকিন আহমেদ। ১ টি করে উইকেট পান নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন: ভারতের মাঠে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

ব্যাটিংয়ে নেমেই ভারতীয় পেসারদের তোপের মুখে পড়েন বাংলাদেশের টপ-অর্ডাররা। আকাশ দ্বীপ এবং জাসপ্রিত বুমরাহর গতিতে দিশেহারা হয়ে যাই টপ-অর্ডাররা। একের পর এক বোল্ড হতে থাকেন শান্ত বাহিনীরা। জাসপ্রিত বুমরাহ ফেরান সাদমান ইসলামকে। আকাশ দ্বীপ জাদুকরী বোলিংয়ে দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন জাকের আলী ও মুমিনুল হক।

লাঞ্চ ব্রেকের পরেও ভারতীয় পেসার কাছে নাস্তানাবুদ টাইগার ব্যাটাররা। মোহাম্মদ সিরাজের ফাঁদে পা দিয়ে মাত্র ২০ রানে ফেরেন বাংলাদেশ কাপ্তান নাজমুল হোসেন শান্ত। এরপর আবারও বাংলাদেশ শিবিরের বুমরাহ-র তান্ডব। ১৪ বলে ৮ রান করা মুশফিকুর রহিমকে ফেরান ভারতীয় অন্যতম সেরা এই পেসার। মাত্র ৪০ রানেই ৫ উইকেটের পতন বাংলাদেশের।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট