সাফ অনূর্ধ্ব -১৭ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় এবং শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে এই ম্যাচটি জিতলে পরবর্তী রাউন্ড অনেকটাই নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। তবে মালদ্বীপের সঙ্গে ড্র করে পরবর্তী রাউন্ড খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের তরুণরা। ১-০ ব্যবধানে ভারতের কাছে হেরে এবারের টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ।
গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত- মালদ্বীপ। এই ম্যাচ ড্র হলে বাংলাদের এই টুর্নামেন্ট থেকে ছিককে যাবে। আর যদি ভারত মালদ্বীপের বিপক্ষে ২ গোলের ব্যবধানে জেতে তাহলে বাংলাদেশ পরবর্তী রাউন্ড খেলার সুযোগ পাবে। পরবর্তী রাউন্ডের জন্য ভারতের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।
গতকাল (রোববার) মালদ্বীপের বিপক্ষে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের। ফিনিশিংয়ের দূর্বলতার কারণে প্রতিপক্ষের জালে একটির বেশি বল জালে জড়াতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে ম্যাচ ড্র করেই খুশি থাকতে হয় বাংলাদেশি তরুণদের।
আরও পড়ুন: শেষ ষোলোতে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রতিপক্ষ কারা?
এদিন প্রথমার্ধ গোল শূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে বাংলাদেশ। বক্সের একটু বাইরে থেকে জোরালো শট করে ১-০ ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই মুর্শেদ আলী। এরপর ৫ মিনিটের মধ্যে আরও ২ দুটি সুযোগ পাই বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের দূর্বলতার কারণে সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের।
৭৫ মিনিটে ১-১ গোলে সমতায় আনে মালদ্বীপ। কাউন্টার অ্যাটাকে দুই ডিফেন্ডারের মাঝ থেকে বল নিয়ে মালদ্বীপের ইলান আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন। সমতায় আসার পরও সহজ গোল মিস করে বাংলাদেশ। ডিফেন্স, গোলরক্ষক পরাস্ত করেও ফাকা জালে বল পাঠাতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৭ মিনিট দেওয়া।। ওই সময় বল বাংলাদেশের দখলে ছিল। ফিনিশিং খারাপ করায় জিততে পারেনি বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৪/এইচআই