Connect with us
ক্রিকেট

লজ্জার রেকর্ডে মালদ্বীপের পাশে নাম বসানোর পথে বাংলাদেশ

bangladesh vs afganistan
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ হারলে এক ভেন্যুতে টানা ম্যাচ হারার মালদ্বীপের এক লজ্জার রেকর্ডের ভাগ বসাবে বাংলাদেশ।

মালদ্বীপ টানা ১০টি ম্যাচ হেরেছে কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ২০২১ ও ২০২৩ সালে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে গিয়ে টানা ১০টি ম্যাচ হেরেছেন মালদিভিয়ানরা। এক ভেন্যুতে টানা বেশি ম্যাচ হারার তালিকায় শীর্ষে আছেন তারা।

শারজায় টানা ৯ মাচে শতভাগ হেরেছে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে হারলে শারজায় টানা ১০ ম্যাচ হারে মালদ্বীপের পাশে জায়গা করে নিবেন টাইগাররা।

বাংলাদেশ শুধু শারজাতেই টানা ৯ ম্যাচ হারেনি। আরেকটি ভেন্যুতেও সব সংস্করণে টানা ম্যাচ হারার লজ্জার রেকর্ড রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের হ্যাগলি ওভালেও ৯ ম্যাচ খেলে ৯টিতেই হেরে মাঠ ছেড়েছে বাংলাদেশ।

টানা ৮ ম্যাচে শতভাগ হারের লজ্জার রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডেরও। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম টানা ৮ ম্যাচ হেরেছে ক্যারিবীয়রা। শারজায় টানা ৮ ম্যাচে শতভাগ হার রয়েছে স্কটিশদের।

এক ভেন্যুতে ১০ ম্যাচের ১০টিতেই হারের এই রেকর্ডে অল্পের জন্যই নাম ওঠেনি জিম্বাবুয়ের। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১০ ম্যাচ খেলে ৯টিতে হারলেও একটি ম্যাচ ড্র করে দলটি।

উল্লেখ্য, বুধবার (৬ নভেম্বর) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ৩৪.৩ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায় টাইগাররা। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছেন নাজমুল হোসেন শান্তর দল।

আরও পড়ুনঃ বাংলাদেশ ম্যাচে বাজে আউটফিল্ড থাকায় দুঃসংবাদ পেল ভারতের স্টেডিয়াম

ক্রিফোস্পোর্টস/৮ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট