Connect with us
ক্রিকেট

চট্টগ্রামে জয়ের লক্ষ্য নিয়েই খেলছে বাংলাদেশ

Chittagong Test_SA vs BAN
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা। ছবি- সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন বাংলাদেশের বোলারদের শাসন করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনে জোড়া সেঞ্চুরিতে ৩০৭ রান তুলে নিয়েছে সফকারীরা। যেখান বাংলাদেশের প্রাপ্তি কেবল ২ উইকেট। তবে এখনই হাল ছাড়ছে না বাংলাদেশ। নতুন কোচ ফিল সিমন্স বলছেন, জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছে স্বাগতিকরা।

প্রথম দিনে খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ ফিল সিমন্স। এদিন দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন তিনি। এছাড়া এই ম্যাচে ঘুরে দাঁড়াতে নিজেদের পরিকল্পনার কথাও জানিয়েছেন এই ক্যারিবীয়।

চট্টগ্রামে বেশ ভালো অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় দিনে সফরকারীদের দ্রুত আউট করে দিতে চায় বাংলাদেশ। সিমন্স বলেন, ‘দ্বিতীয় দিনের ভাবনা হলো সকালে এসে যত দ্রুত সম্ভব কিছু উইকেট তুলে নেওয়া। প্রতিপক্ষকে দ্রুত অলআউট করতে হবে। এর আগে আমরা পাকিস্তানে ভালো ফলাফল করেছি। প্রতিপক্ষ ৪০০-৫০০ রান করলেও ম্যাচ জিতেছি আমরা। এ ম্যাচেও জয়ের ভাবনা আছে। দেখা যাক কাল সকালে কী করতে পারি।’

আরও পড়ুন:

» দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে কাল মাঠে নামছে বাংলাদেশ

» চট্টগ্রাম টেস্ট : দুই সেঞ্চুরিতে প্রথম দিন দক্ষিণ আফ্রিকার 

প্রথম দিনে বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ নন সিমন্স। তবে ফিল্ডিংয়ে আরেকটু ভালো করলে উইকেট আরো বেশি পড়ত বলে মনে করেন এই কোচ, আমি হতাশ, এমনটা বলবো না। যতটুকু জানি, চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক। বোলাররা ভালো বোলিং করেছে। তবে আমরা কিছু সুযোগ মিস করেছি। এমনটা না হলে দিন শেষে ৪ বা ৫ উইকেট থাকতে পারতো। তবে আজকের দিনটা কঠিন ছিল। তবে আমি বলবো, আমি হতাশ না।’

এ ম্যাচে চার বোলার নিয়ে নেমেছে বাংলাদেশ। মূলত প্রথম টেস্টে ব্যাটাররা খারাপ করায় এ ম্যাচে বাড়তি বোলার নেয়নি বাংলাদেশ, ‘পঞ্চম বোলার নিয়ে আমাদের ভাবনা ছিল। তবে আম মিরপুরে যেভাবে ব্যাট করছি, মাঝে-মাঝে বিভিন্ন সমীকরণও মেলাতে হয়। আর সেটা করতে গিয়েই এমন একাদশ। সবকিছু বিবেচনায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট