২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে ভারতের উদ্দেশ্যে গত ২৭ সেপ্টেম্বর দেশ ছেড়েছিল টিম বাংলাদেশ। অনেক আশার বেলুন ফুলিয়েই বিশ্বকাপ মিশনে নেমেছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। কিন্তু সময়ের সাথে সাথে শুধু নিরাশই হতে হয়েছে টাইগার ভক্তদের। ভুলে যাওয়ার মত একটি বিশ্বকাপ শেষ করে আজ রাতেই ঢাকায় ফিরছে বাংলাদেশ দল।
ব্যর্থতায় ঘেরা মিশন শেষে এখন দেশে ফেরার পালা বাংলাদেশের। প্রায় দেড় মাস ভারতে কাটানোর পর আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলার মধ্য দিয়ে ২০২৩ বিশ্বকাপ যাত্রা শেষ হতে যাচ্ছে লাল সবুজ বাহিনীর। আজকের ম্যাচ শেষ করে রাতেই ঢাকার বিমানে উঠবে তারা।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আজ দিবাগত রাত ১ টার ফ্লাইটে পুনে থেকে বিমানে উঠবে হতাশাজনক এক বিশ্বকাপ কাটানো বাংলাদেশ দল।
তবে দলের সাথে বিদেশি কোচরা বাংলাদেশে ফিরবেন না বলে ধারণা করা হচ্ছে। তারা সবাই নিজ নিজ দেশে চলে যাবেন।
এদের মধ্যে অবশ্য অ্যালান ডোনাল্ডের বাংলাদেশ দলের সাথে যাত্রা আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে। টাইগারদের পারফর্মেন্স অ্যানালিসিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখর নিজ দেশ ভারতেই থেকে যাচ্ছেন। আর পেস বোলিং কোচ ডোনাল্ড ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকায়।
আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালে হেরে অলিম্পিক স্বপ্ন শেষ দিয়া-রুবেলের
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৩/এমএস/এমটি