Connect with us
ক্রিকেট

ব্যর্থতায় ভরা ভারত সফর শেষে আজ দেশে ফিরছে বাংলাদেশ

Bangladesh cricket team
ভারত সফর শেষে দেশে ফিরছে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

গত মাসে টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ব্যাপক আত্মবিশ্বাস নিয়ে ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ। তবে স্বাগতিকদের কাছে রীতিমতো নাকানিচুবানি অবস্থা হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের।

প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। দুই ম্যাচেই ভারতের কাছে পাত্তা পাননি লাল-সবুজের প্রতিনিধিরা। টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে আড়াই দিন বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলেও ড্র করতে পারেননি সাকিব-মেহেদীরা।

এরপর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এই ফরম্যাটে যা-ইচ্ছে-তাই পারফরমেন্স করেছেন টাইগাররা। বোলিং,ব্যাটিং কোনো ইউনিটেই ভালো করতে পারেননি তারা। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

আরও পড়ুন: বাবর-শাহিনকে ছাড়ায় ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করল পাকিস্তান

টেস্ট ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়ে আজ (রোববার) দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ দল। রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন শান্ত বাহিনীরা।

একই ফ্লাইটে দলের সঙ্গে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ফিরছেন। এরপর আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ দলকে। তাই দেশে ফিরে খুব বেশি দিন বিশ্রামের সুযোগ পাবেন না তারা।

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট