Connect with us
ক্রিকেট

নড়বড়ে বাংলাদেশ, এলোমেলো পাকিস্তান, কেমন হবে আজকের একাদশ?

Shanto Rizwan
অন্তত একটা জয় চান শান্ত ও রিজওয়ান

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে শিরোপা জয়ের আষাড়ে গল্প শুনিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু মাঠের লড়াইয়ে প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজয়ের পর নিউজিল্যান্ডের কাছেও ধরাশয়ী হয় কথিত টাইগাররা। অন্যদিকে ৩০ বছর পর ঘরের মাঠে আইসিসি ইভেন্ট আয়োজন করে দুই ম্যাচ হেরে বাদ পড়েছে পাকিস্তান। এই দুই পরাজিত দলের ম্যাচ আজ।

নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে দুই বিদায়ী দল বাংলাদেশ ও পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। আট দলের টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে খেলছে স্বাগতিক পাকিস্তান ও বাংলাদেশ। দু’দলই হেরেছে দুটি করে ম্যাচ। এরই মধ্যে এই গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। তাই গ্রুপের শেষ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার।

Mushfik

আজ শেষ ম্যাচ হতে পারে মুশফিকের।

গ্রপপর্বে ছিটকে যাওয়া শান্তদের মান বাঁচানোই এখন কঠিন। পাকিস্তানকে হারাতে পারলে অন্তত খালি হাতে ফিরতে হবে না তাদের। এই ম্যাচ খেলেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে পারেন দুই ভায়রাভাই অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।


আরও পড়ুন:

» বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের জন্য দুঃসংবাদ

» বাংলাদেশে কবে আসছেন হামজা, জানা গেল তারিখ

» মুশফিক-মাহমুদউল্লাহর অবসরের বিষয়ে যা বললেন সালাউদ্দিন


স্বাগতিক পাকিস্তানের জন্যও টুর্নামেন্টটি চরম হতাশা ও ব্যর্থতার। ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে রিজওয়ানের দল। ঘরের মাঠে ভরাডুবি এড়াতে শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের।

Pakistan

৩০ বছর অপেক্ষার পর মাত্র ২ ম্যাচেই বাদ পড়েছে পাকিস্তান!

আগের দুই ম্যাচে ব্যাট হাতে রান পাননি মুশফিকুর রহিম। পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে দল থেকে বাদ পড়তে পারেন তিনি। ফলে তার জায়গায় ওপেনার সৌম্য সরকারকে আবার ফিরিয়ে আনা হতে পারে একাদশে।

সেক্ষেত্রে আবার ওয়ানডাউনে ফিরে যাবেন অধিনায়ক শান্ত। মিরাজকে দেখা যাবে চার নাম্বারে। মাহমুদউল্লাহ রিয়াদ নামবেন তার আইসিসি ইভেন্টের শেষ ম্যাচটা খেলতে। তিন পেসার হিসেবে যথারীতি থাকছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

BD Fan

পাকিস্তানের মাটিতেও দর্শক পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

যদিও রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ মাঠে নামার সুযোগ পাবে কি না সেটাও এক বড় প্রশ্ন। নিয়মরক্ষার এই ম্যাচের আগে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলকেই তাকিয়ে থাকতে হচ্ছে আকাশের দিকে। বেশ কিছুদিন ধরেই রাওয়ালপিন্ডিতে ব্যাপক আকারের বৃষ্টিপাত চলছে। আজও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হয়েছে ৮৮ শতাংশ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন, নাহিদ রানা ও মুস্তাফিজ।

পাকিস্তান সম্ভাব্য একাদশ: ইমাম-উল-হক, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, , হারিস রউফ ও আবরার আহমেদ।

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট