স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটের বিনিময়ে ৩১৪ রান। প্রথম দিন সফরকারীরা যেখানে শেষ করেছিল দ্বিতীয় দিন যেন সেখান থেকেই শুরু করলো। প্রথম দিন শেষে উইকেটে অপরাজিত থাকা দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে ভর করে টাইগারদের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা।
লঙ্কানদের প্রথম ইনিংসে কেউই শতকের দেখা না পেলেও অর্ধ শতক হাঁকিয়েছেন মোট ৬ জন ব্যাটার। ব্যাটিং অর্ডারের দুর্দান্ত ফর্মের উপর ভিত্তি করেই দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের চেয়ে এখনো ৪৭৬ রানে এগিয়ে শ্রীলঙ্কা।
দ্বিতীয় দিনের খেলায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৯৭ রান।
পঞ্চম উইকেটে অধিনায়ক ধনঞ্জয়া-চান্দিমালের ৮৬ রানের জুটি ভাঙেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫৯ রানের থামে সাবেক লঙ্কান অধিনায়ক চান্দিমালের ইনিংস। ষষ্ঠ উইকেটে কামিন্দু-ধনঞ্জয়ার ৩৬ রানের জুটি ভাঙেন পেসার খালেদ আহমেদ। ৭০ রানের মাথায় লঙ্কান কাপ্তানকে সাজ ঘরে পাঠান টাইগার পেসার।
পরে প্রবথ জয়সুরিয়ার ২৮ ও কামিন্দু মেন্ডিসের অপরাজিত ৯২ রানের সুবাদে সবকটি উইকেট হাটিয়ে ৫৩১ রানে প্রথম ইনিংস শেষ করে শ্রীলঙ্কা। এই রান করতে তাদের মোট ১৫৯ ওভার ব্যাট করতে হয়েছে।
জবাবে জয়-জাকিরের উদ্বোধনী জুটিতে বাংলাদেশও শুরুটা বেশ ভালোই করেছিল। ৪২ বলে ২১ করে মাহমুদুল জয় এক বছর পর জাতীয় দলে ডাক পাওয়া পেসার লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে গেলে ৪৭ রানের জুটিটি ভেঙে যায়।
পরে তাইজুল ইসলাম তিন নম্বরে নয় বলে শূণ্য রানে আর কোন বিপদ ঘটতে না দিয়ে দিন শেষ করেছেন। আরেক ওপেনার জাকির হাসান ৩৯ বলে ২৮ রানের অপরাজিত আছেন।
টাইগারদের হয়ে সাকিব ৩ টি, হাসান মাহমুদ ২ টি এবং খালেদ ও মিরাজ ১ টি করে উইকেট নেন।
আরও পড়ুন: পাকিস্তানের নেতৃত্বে ফিরলেন বাবর আজম
ক্রিফোস্পোর্টস/৩১মার্চ২৪/এমএস/এসএ