Connect with us
ফুটবল

ভারতকে সামলাতে সৌদির মাটিতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ

Bangladesh football
সৌদির মাটিতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ ফুটবল দল

আবারও মাঠে নামছেন বাংলাদেশের ফুটবলাররা। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সৌদি আরব পৌঁছে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার মূলত লম্বা ভ্রমণক্লান্তি এড়াতে বিশ্রাম ও রিকভারির দিকেই নজর দিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে শিলংয়ের ঠাণ্ডা কন্ডিশনে খেলতে হবে বাংলাদেশকে। বর্তমানে সেখানকার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। শিলংয়ের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সৌদি আরবের ঠান্ডা কন্ডিশনে কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ দল। চলবে ১০-১২ দিন।

Kabrera

বৃহস্পতিবার দেড় ঘণ্টার মতো অনুশীলন করে কাবরেরার শিষ্যরা।

মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছে বৃহস্পতিবার প্রথম দিনের অনুশীলন সেরে নেয় হাভিয়ের কাবরেরার দল। সৌদির তাইফ জেনারেল স্পোর্টস অথরিটি ক্যাম্পে বৃহস্পতিবার দেড় ঘণ্টার মতো অনুশীলন চলে।


আরও পড়ুন:

» কাতার বিশ্বকাপের দ্বিগুণ প্রাইজমানি নতুন মডেলের ক্লাব টুর্নামেন্টে

» ইংলিশ টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে ২৯ বাংলাদেশি ক্রিকেটার


সৌদিতে প্রস্তুতির ফাঁকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো বার্তায় ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম জানিয়েছেন, সৌদিতে অনুশীলনের ফলে শিলংয়ের কন্ডিশনে মানিয়ে নেওয়া সমস্যা হবে না তাদের জন্য।

গত সাফ চ্যাম্পিয়নশিপের আগে সৌদিতে এই কন্ডিশনে নিবিড় অনুশীলন করেছিলো বাংলাদেশ দল। সুফলও মিলেছিলো। ১৪ বছর পর সাফের সেমিফাইনাল মঞ্চে উঠেছিলো লাল-সবুজের দেশটি। মরু দেশটিতে গতবারের ক্যাম্পের উদাহরণ টেনে ফাহিমের সাথে সুর মিলিয়েছেন মিডফিল্ডার জনিও।

এদিকে বাংলাদেশের সঙ্গে ম্যাচ ঘিরে ভারতও প্রস্তুতি নিচ্ছে ব্যাপক। তাদের সুপারস্টার ফুটবলার সুনীল ছেত্রী ইতোমধ্যে অবসর ভেঙে আবার মাঠে নামার ঘোষণা দিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল