
গেল বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। চলতি বছর সাদা বলে খেললেও লাল বলে এখনো খেলা হয়নি। আগামীকাল রোববার (২০ এপ্রিল) বছরের প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। যেখানে নাজমুল হোসেন শান্তদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
সাদা পোশাকে দারুণ এক বছর কাটিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে ২-০ তে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। এরপর বছরের শেষ টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১-১ সমতায় শেষ করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তাই নতুন বছরের প্রথম টেস্ট জয় দিয়েই শুরু করতে চাইবেন শান্তরা।
প্রথম টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হবে সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের একাদশের সঙ্গে মিল রেখেই সাজানো হতে পারে একাদশ। সেক্ষেত্রে ৬ স্পেশালিস্ট ব্যাটারর সঙ্গে দুই স্পিনার এবং ৩ পেসারকে দেখা যেতে পারে একাদশে।
আরও পড়ুন:
» নতুন ইনজুরিতে কতদিন মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে?
» ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ
টপ অর্ডারে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের সঙ্গে থাকছেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করেছিলেন তিনি। এরপর মিডলে মুমিনুল হকের সঙ্গে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে। তিনিও ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করেছিলেন। এই দুই অভিজ্ঞ ব্যাটারকে সঙ্গ দেবেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী।
এরপর দুই স্পিন স্পেশালিস্ট মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে দেখা যেতে পারে প্রথম টেস্টে। পেস বিভাগে দেখা যেতে পারে নাহিদ রানা ও হাসান মাহমদুকে। তবে তাসকিন আহমেদ না থাকায় তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
সিলেট টেস্টে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ , তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৫/বিটি
