Connect with us
ফুটবল

নেপালকে এক হালি গোল দিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

Trohpy
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ। ছবি - সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। ৬ দলের এই টুর্নামেন্টটির শিরোপা নির্ধারণী লড়াইয়ে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি অনুষ্ঠিত হয় কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে।

এর আগে গত ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন এনে ফাইনালের একাদশ সাজান বাংলাদেশ দলের কোচ মারুফুল হক। তবে বাংলাদেশ সময় পৌনে ৩ টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ জুড়ে স্বাগতিকেরাই বেশি প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয়। তখনও কি কেউ ভাবতে পেরেছিল, বাংলাদেশ ম্যাচটি ৪-১ গোলে জিততে পারবে!

Saaf U20 Championship Final

প্রথমবার সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ

প্রথমার্ধে নেপালের পজেশনিং ও অ্যাটাকিং খেলার ধরনের বিপরীতে লাল-সবুজরা কাউন্টার অ্যাটাককে নিজেদের অস্ত্র হিসেবে বেছে নেয়। এরপরও তেমন সুবিধা করতে পারেনি তারা। উল্টো নেপালের খেলোয়াড়েরা বেশ কিছু সুযোগ মিস না করলে প্রথমার্ধের ফলাফল ভিন্ন হতে পারতো। তবে প্রথমার্ধে যোগ করা (২ মিনিট) অতিরিক্ত সময়ে মিরাজুল ইসলামের ফ্রি-কিক থেকে ১-০ গোলে লিড পায় বাংলাদেশ। ৪৫+১ মিনিটে দুর্দান্ত বাঁকানো শটে গোলটি করেন এই ফরোয়ার্ড।

আরও পড়ুন:

» সাফের শিরোপা জিতে দেশে ফিরতে চায় বাংলাদেশ

» সাফের ফাইনালে হাফটাইমে এগিয়ে বাংলাদেশ, দেখুন সরাসরি…

১-০ স্কোরলাইনে বিরতি থেকে ফেরার পর এবার উল্টো নেপালকে চেপে ধরে বাংলাদেশ। ম্যাচে আক্রমণ আরও বাড়িয়ে দেয় মিরাজুল-রাহুলরা। ৫৪ মিনিটে রাহুলের মাথা ছুঁয়ে আসা বলে নিজেও মাথা ছুঁইয়ে জালে পাঠান মিরাজ। ব্যবধান হয় ২-০।

আগের দুটি গোলে সহায়তা করে রাহুল এবার ডি বক্সের সামনে থেকে নেপালের জালে বল পাঠিয়ে ব্যবধান করেন ৩-০। খেলার ৮০ তম মিনিটে নেপাল ১ গোল শোধ করলেও সেটা শিরোপা নির্ধারণে কোনো প্রভাব ফেলতে পারেনি, কেবল ব্যবধানটাই কমাতে পেরেছে।

আর নিয়মিত ৯০ মিনিট শেষে রেফারি ১০ মিনিট যোগ করলে ৯৫ তম মিনিটে নেপালের কফিনে শেষ পেরেক মারেন পিয়াস নোভা। রাহুলের পাস থেকে গোল করে ৪-১ এ ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত নেপালকে ৪-১ গোলেই হারিয়ে ফাইনাল জিতে নেয় বাংলাদেশ।

চলতি আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও নেপালের বিপক্ষে গোল করেছিল মিরাজুল। কিন্তু সেবার নেপালের কাছে ২-১ গোলে হারতে হয়েছিল মারুফুল হকের শিষ্যদের।

তবে ফাইনাল ম্যাচে ঠিক তার উল্টো চিত্র দেখা গেল। শিরোপা নির্ধারণী লড়াইয়ে ফাইনালকে প্রতিশোধের মঞ্চ বানিয়ে নেপালকে ৩-১ গোলে হারালো বাংলাদেশ। আর জোড়া গোল করে ফাইনালের নায়ক বনে গেলেন মিরাজুল।

ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল