Connect with us
ক্রিকেট

টপ অর্ডারের ব্যর্থতায় চাপে বাংলাদেশ

লিটন কুমার দাস। ছবি- গুগল

এশিয়া কাপের সুপার ফোরে দুটি ম্যাচ খেলেছে টাইগাররা। তবে একটিতেও জয়ের দেখা পায়নি। ফলে আগেই আসর থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের দল।

আজ শেষ এবং নিয়মরক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে করছে বাংলাদেশ। তবে শুরুটা ভাল করতে পারেনি টাইগাররা।

ইনিংসের শুরুতেই হোচট খেয়েছে বাংলাদেশ। টুনামেন্টে ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছেন লিটন কুমার দাস। গত ম্যাচগুলোতে পারফর্ম করতে পারেননি এই ওপেনার। তবে আজ ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল তার কাছে। কিন্তু আজও ব্যর্থ হয়েছেন তিনি। রানের খাতা না খুলেই সাজ ঘরে ফিরেছেন লিটন। শামির ইন সুইংয়ে বোকা বনে বোল্ড হয়েছেন এই ডান হাতি ওপেনার।

অন্যদিকে অভিষেকে গোল্ডেন ডাকের স্মৃতি ভুলে ভালই শুরু করেছিলেন তানজিদ তামিম। কিন্তু খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেনি তিনিও। শার্দুল ঠাকুরের বলে পুল শটে ইনসাইড-এজে বোল্ড হয়েছেন তামিম। সাজঘরে ফেরার আগে ১২ বলে করেছেন ১৩ রান।

লিটন, তামিমমে পর বিজয়ও ঘুরে দাঁড়াতে পারলেন না। অনেকদিন পর দলে সুযোগ পেয়েছেন তিনি। তবে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ বিজয়। ১১ বলে ৪ রান করে আউট হয়েছেন তিনি। ফলে ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে টাইগাররা।

আরও পড়ুন: সবার আগে ফাইনালে ভারত, বাংলাদেশের বিদায়

ক্রিফোস্পোর্স/১৫ সেপ্টেম্বর২৩/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট