Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের ৬ দিন আগে বাংলাদেশের জার্সি উন্মোচন

World Cup jersey unveiling of Bangladesh
বিশ্বকাপ জার্সিতে টাইগাররা। ছবি- সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পরই বাংলাদেশের বিশ্বকাপের জার্সি উন্মোচনের কথা ছিল। ঘরের মাঠে সবশেষ জিম্বাবুয়ে সিরিজের পরই টাইগারদের ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। কথা ছিল, সিকান্দার রাজাদের বিপক্ষে সিরিজের শেষ দিনেই জার্সিও উন্মোচন করা হবে। কিন্তু তেমনটা আর দেখা যায়নি। এর ফাঁকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলে ফেলেছে নাজমুল হোসেন শান্তর দল।

অবশেষে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচন করা হলো। আজ ২৭ মে প্রথম প্রহরে অর্থাৎ মাঝ রাতে বহুল কাঙ্ক্ষিত জার্সি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে ২০২৪ বিশ্বকাপের জার্সি পরিহিত অবস্থায় বিশ্বকাপের স্কোয়াড প্রকাশ করেছে বিসিবি।

বরাবরের মত এবারও টাইগারদের জার্সিতে গাঢ় সবুজ রংকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সাথে পুরো জার্সি জুড়েই রাখা হয়েছে বাঘের ডোরা কাটা ছাপ। আর কাঁধে বাঘের চামড়ার আদলে দেওয়া লাল রেখা জার্সির হাতা বরাবর নেমে গেছে। কাঁধের নিচে বুকের অংশে হলুদ রঙের ছাপ রয়েছে। আর হাতের বর্ডারে সোনালি রঙের ছাপ ব্যবহার করা হয়েছে।

জার্সিতে থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগোর রং রাখা হয়েছে সাদা। সঙ্গে বাংলাদেশ ও স্পন্সরের নামও এই একই রঙের রাখা হয়েছে।

আইসিসির সবশেষ বৈশ্বিক টুর্নামেন্ট ছিল ২০২৩ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপের উদ্দেশ্যে টাইগাররা দেশ ছাড়ার আগে স্কোয়াড ঘোষণা ও জার্সি উন্মোচন করেছিল বিসিবি। এবার অবশ্য স্যুটেড-ব্যুটেড হয়ে আনুষ্ঠানিক ফটোসেশন সেরেছে টিম বাংলাদেশ কিন্তু বিশ্বকাপের মত করে উন্মোচন করাটা সম্ভব হয়নি।

আগামী মাসের ২ তারিখ থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। প্রথমবারের মত উক্ত টুর্নামেন্টে সর্বোচ্চ ২০ দল অংশগ্রহণ করবে। যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচের মধ্য দিয়ে উদ্বোধনের পর টাইগারদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই ৭ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে। শান্ত-সাকিবদের পরের তিন ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য ৬ বিকল্প ক্রিকেটারকে প্রস্তুত করা হচ্ছে 

ক্রিফোস্পোর্টস/২৭মে২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট