Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিল বাংলাদেশ, সঙ্গী পাকিস্তান

Bangladesh knocked out of Champions Trophy
এই ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ছবি- আইসিসি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। তাই এবারও বড় আশা নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল টাইগাররা। দলপতি নাজমুল হোসেন শান্তর লক্ষ্য ছিল ফাইনাল খেলে শিরোপা ঘরে তোলা। তবে এবারের আসরে সেমিফাইনালের টিকিটও পায়নি শান্তরা। গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হেরে আগেভাগেই বিদায় নিশ্চিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

এই জয়ে গ্রপ ‘এ’ থেকে ভারতের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের। আর বাংলাদেশের সঙ্গে বিদায় ঘণ্টা বেজেছে পাকিস্তানের। স্বাগতিক দলটিও প্রথম দুই ম্যাচ হেরেছে। এতে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছে শান্ত-রিজওয়ানদের। আসরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

আরও পড়ুন:

» ‘ডট বল’ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি পার করে দিচ্ছে বাংলাদেশ!

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ড শান্তর 

এদিন স্বল্প পুঁজি ডিফেন্ড করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। শুরুর চার ওভারেই পাকিস্তানের ২ উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। রানের খাতা খোলার আগেই তাসকিনের শিকার হয়ে ফেরেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো উইল ইয়াং। অন্যদিকে রানার শিকার অভিজ্ঞ কেন উইলিয়ামসন। তার ব্যাট থেকে এসেছে মাত্র ৫ রান।

Taskin takes wicket in first over

প্রথম ওভারেই মেডেনসহ উইকেট তুলে নেন তাসকিন। ছবি- এপি

এরপর ডেভন কনওয়ে রাচীন রবীন্দ্রর ব্যাটে শুরুর ধাক্কা সামাল দেয় নিউজিল্যান্ড। এই জুটিতে দ্রুতগতিতে রান তুলতে থাকে কিউইরা। দলীয় ৭২ রানের মাথায় কনওয়েকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান মুস্তাফিজুর রহমান। ৪৫ বলে ৩০ রান করে ফেরেন এই ওপেনার।

টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানোর পর কিছুটা চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। তবে টম লাথামকে নিয়ে এই চাপ সামাল দেন রবীন্দ্র। আর এই জুটিতেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিউইরা। চতুর্থ উইকেট জুটিতে ১৩৬ বলে ১২৯ রান যোগ করেন তারা। রাচীন তার সেঞ্চুরি তুলে নিয়ে ১১২ রান করে আউট হয়ে যান। তাকে ফেরান রিশাদ হোসেন।

শেষদিকে টম লাথাম ৫৫ করে ফিরে গেলে গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েল মিলে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ফিলিপস ২১ এবং ব্রেসওয়েল ১১ রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট শিকার করেন তাসকিন, নাহিদ, মুস্তাফিজ ও রিশাদ।

এর আগে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ৭৭, জাকের আলীর ৪৫, রিশাদ হোসেনের ২৬, তানজিদ তামিমের ২৪ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ২৩৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। কিউইদের মাইকেল ব্রেসওয়েল ৪টি, উইলিয়াম ওরুর্ক ২টি এবং ম্যাট হেনরি ও কাইল জেমিসন ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ৭৭, জাকের আলীর ৪৫, রিশাদ হোসেনের ২৬, তানজিদ তামিমের ২৪ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ২৩৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। কিউইদের মাইকেল ব্রেসওয়েল ৪টি, উইলিয়াম ওরুর্ক ২টি এবং ম্যাট হেনরি ও কাইল জেমিসন ১টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ: ২৩৬/৯ (৫০ ওভার)
নিউজিল্যান্ড: ২৪০/৫ (৪৬.১ ওভার)
ফলাফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট