Connect with us
ক্রিকেট

এশিয়া কাপ খেলতে আমিরাতের উদ্দেশ্য রওনা দিয়েছে বাংলাদেশ

U-19 cricket team bangladesh
আমিরাতের উদ্দেশ্য রওনা দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছবি- বিসিবি

শিরোপা ধরে রাখার মিশনে ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসর। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। তাই এবারের এশিয়া কাপে অংশ নিতে আজ সকালে আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলার যুবারা। এবারের আসরকে সামনে রেখে তোমধ্যেই ১৪ সদস্যের দলও ঘোষণা করেছে বিসিবি।

অনুর্ধ্ব -১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের সর্বশেষ আসরে ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের বাংলাদেশ। এবারের আসরেও শিরোপা ধরে রাখার লক্ষ্যে আমিরাতে যাচ্ছে বাংলার যুবারা।

এর আগে গতকাল অনূর্ধ্ব-১৯ দলের আনুষ্ঠানিক ফটোসেশন শেষে দলটির অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন, ‘দেখেন আমরা বর্তমান চ্যাম্পিয়ন দল। আমরা আবারও শিরোপা ধরে রাখতে চাই। আমরা আশাবাদী যে আমরা আবারও চ্যাম্পিয়ন হবো। গতবারের চ্যাম্পিয়ন দলের পাঁচজন সদস্য এবারের দলেও আছে। ফলে আমাদের কাজটা অনেকটা সহজ হবে বলে মনে করি।’

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের অবস্থান ‘এ’ গ্রুপে। যেখানে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

Crifo u-222

গতকাল অনূর্ধ্ব-১৯ দলের আনুষ্ঠানিক ফটোসেশন হয়।

অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নবাগত জাপান।

এবার আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে। আগামী ২৯ নভেম্বর উদ্বোধনী দিনে মাঠে নামবে দুই দল। এরপর ১ ডিসেম্বর টুর্নামেন্টে নিজেদের ২য় ম্যাচে নেপালের সঙ্গে লড়বে বাংলার যুবারা। আবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুইটি করে দল নিয়ে শুরু হবে সেমি ফাইনাল। দুইটা সেমিফাইনালই অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর। আর এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর।

একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সাদ ইসলাম রাজিন, শিহাব জেমস, রিফাত বেগ, মারুফ মৃধা, আশরাফুজ্জামান বরেণ্য, সামিউল বাশির রাতুল, রাফিউজ্জামান রাফি, আল ফাহাদ, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, ইকবাল হাসান ইমন এবং ফরিদ হাসান ফয়সাল।

স্ট্যান্ডবাই হিসেবে আছেন: সানজিদ মজুমদার, ইয়াসির আরাফাত, শাহরিয়ার আজমীর ও কালাম সিদ্দিকীকে।

ক্রিফোস্পোটর্স/২৪নভেম্বর২৪/এসআর/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট