Connect with us
ক্রিকেট

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ, সঙ্গে নতুন ম্যানেজারও

আসন্ন ২০২৩ এসিসি অনূর্ধ-১৯ যুব এশিয়া কাপের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৮ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে তরুণদের নিয়ে আয়োজিত এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই। টুর্নামেন্টকে কেন্দ্র করে বাংলাদেশ অনূর্ধ-১৯ ক্রিকেট দলের টিম ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন সানোয়ার হোসেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টিমের সাথে সানোয়ারও আজ ৬ ডিসেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন। এছাড়াও ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দলের সাথে যুক্ত থাকবেন জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার।

এবারের এশিয়া কাপে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট আটটি দল। বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’ তে। সেখানে টাইগারদের প্রতিপক্ষ রয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। এছাড়া ‘এ’ গ্রুপে থাকছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী ৮ ডিসেম্বর ভারত-আফগানিস্তান ও পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এবারের যুব এশিয়া কাপের আসর। বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে পরবর্তী দিন (৯ ডিসেম্বর)। এরপর ১১ ও ১৩ ডিসেম্বর যথাক্রমে জাপান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, রাফি উজ্জামান রাফি, শেখ পারভেজ জিবন, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, মারুফা মৃধা ও ওয়াসি সিদ্দিকী।
স্ট্যান্ডবাই : মোহাম্মদ রিজান হোসেন, মোহাম্মদ জেহাদুল হক জেহাদ ও নাঈম আহমেদ।

আরও পড়ুন: লাইন দিয়ে আউট হয়ে একে একে ফিরলেন চার ব্যাটার

ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট