Connect with us
ক্রিকেট

উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

Bangladesh lose first Test against Windies by a big margin
অ্যান্টিগা টেস্টে ২০১ রানে ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

হারের বৃত্ত থেকে যেন বেরোতেই পারছে না বাংলাদেশ। ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজে হোয়াইটওয়াশের পর এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজও হার দিয়ে শুরু করল টাইগাররা। অ্যান্টিগায় প্রথম টেস্টে ২০১ রানের বিশাল ব্যবধানে হেরেছে দলটি। এ নিয়ে টানা পাঁচ টেস্টে হারের মুখ দেখল লিটন-মিরাজরা।

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে বোলারদের কল্যাণে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। তাসকিনের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ১৫২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। এতে বাংলাদেশের জন্য টার্গেট দাঁড়ায় ৩৩৪ রান।

যদিও এর আগে এত বড় লক্ষ্য টপকিয়ে জেতার কোনো রেকর্ড নেই বাংলাদেশের। তবে ব্যাটিংয়ে নেমে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখাতে পারেনি টাইগার ব্যাটাররা। ইনিংসের শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শতরান তুলতেই দুই ওপেনারসহ একে একে মুমিনুল হক, লিটন দাস, মেহেদি হাসান মিরাজদের হারায় সফরকারী।

আরও পড়ুন:

» পাকিস্তান সিরিজের পর যেন জিততে ভুলে গেছে বাংলাদেশ!

» আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচেই জিততে চান জ্যোতিরা 

চতুর্থ দিনের খেলা সমাপ্তির আগে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান তুলেছিল বাংলাদেশ। আজ (মঙ্গলবার) পঞ্চম দিনে আর আর ২৩ রান যোগ করতে সক্ষম হয়েছে টাইগাররা। শেষদিকে শরিফুল রিটায়ার্ড হার্ট হয়ে উঠে গেলে ১৩২ রানে থামে দ্বিতীয় ইনিংস। এতে ২০১ রানের জয় পায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান এসেছে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে। এছাড়া জাকের আলী করেছেন ৩১ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন কেমার রোচ ও জাইডেন সিলস। এছাড়া আলজারি জোসেপ ২টি ও শামার জোসেপ ১টি উইকেট নিয়েছেন।

এর আগে প্রথম ইনিংসে ৯ উইকেট ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৯ উইকেটে ২৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ইনিংস: ৪৫০/৯ ডিক্লেয়ার
দ্বিতীয় ইনিংস: ১৫২/১০

বাংলাদেশ
প্রথম ইনিংস: ২৬৯/৯ ডিক্লেয়ার
দ্বিতীয় ইনিংস: ১৩২/৯

ক্রিফোস্পোর্টস/২৬নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট