টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরুর পর আজ দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভুগে বাংলাদেশ। তবে শামীম হোসেন পাটোয়ারীর ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার পুঁজি পায় লিটনরা। অনেকটা ছোট সংগ্রহ করেও দারুন বোলিং আক্রমণে ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করেছে টাইগাররা। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ।
আজ সকালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এদিনও ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। টপ অর্ডারের মত মিডিল অর্ডার থেকেও তেমন একটা সাপোর্ট না আসায় অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে। তবে শেষ মুহূর্তে শামীমের ১৭ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে ১২৯ রানের সংগ্রহ পায় সফরকারীরা।
তুলনামূলক সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুটাও ভালো করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ওভারে তুলে নেয় ১৯ রান। তবে এরপর উইকেট হারাতে শুরু করে স্বাগতিকরা। ২৩ তাদের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে পরাজয় অনেকটা নিশ্চিত করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত তারা ১০২ রানে অলআউট হলে ২৭ রানের জয় পায় বাংলাদেশ।
আরও পড়ুন:
» রদ্রিকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিসিয়ুস
» সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে-কখন?
এদিকে এদিনও নিজের ধারাবাহিক বাজে ফর্ম ধরে রেখেছেন লিটন কুমার দাস। প্রথম ম্যাচে তিন নম্বরে ব্যাট করলেও আজ তিনি খেলেছেন ওপেনার হিসেবে। ব্যাটিং পজিশন বদলেও ভাগ্য ফেরাতে পারলেন না তিনি। ১০ বল খেলে লিটন আউট হয়েছেন মাত্র ৩ রান করে। আর ফর্মের তুঙ্গে থাকা সৌম্য সরকার ফিরেছেন ১১ করে রান আউট হয়ে।
মাঝে মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলী দলের হাল ধরার চেষ্টা করলেও খুব একটা সুবিধা করতে পারেননি। শেষ দিকে শামীম পাটোয়ারীর ব্যাটিং ঝলকে শড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। এরপর দারুন বোলিংয়ে ৩ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। আর ২টি করে উইকেট নিয়েছেন মাহেদী মাহেদী হাসান, তানজিম সাকিব ও রিশাদ হোসেন।
ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৪/এফএএস