Connect with us
ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের কাছে হারল বাংলাদেশ

Bangladesh lose to Pakistan 'A' team in warm-up match
বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান শাহীনস। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই বড় হোঁচট খেল বাংলাদেশ দল। মূল পর্বের লড়াইয়ে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে বড় হারের মুখ দেখেছে টাইগাররা। পাকিস্তানের ‘এ’ দল পাকিস্তান শাহীনসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮.৪ ওভারে ২০২ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান শাহীনস।

২০৩ রানের রানের টার্গেট ডিফেন্ড করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। পাওয়ারপ্লেতে পাকিস্তানের ২ উইকেট তুলে নেন মেহেদি হাসান মিরাজ ও নাহিদ রানা। ২৯ রানে প্রথম এবং ৩৭ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। দলীয় ৬৯ রানের মাথায় বাংলাদেশকে তৃতীয় সফলতা এনে দেন তানজিম হাসান সাকিব


আরও পড়ুন:

» ২০২৫ বিপিএলে টিকিট থেকে আয় কত কোটি, জানাল বিসিবি

» চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় সুখবর পেল পাকিস্তান 


শতরানের আগে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় পাকিস্তান শাহীনস। তবে অধিনায়ক মোহাম্মদ হারিস ও মুবাসির খানের ব্যাটে চাপ সামাল দেয় দলটি। তাদের জুটিতে ভর করেই জয়ের প্রান্তে পৌঁছে যায় পাকিস্তান। শেষদিকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হারিস। এরপর আবদুল সামাদকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মুবাসির।

দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান হারিসের ব্যাট থেকে এবং ৬৩ রান করেন মুবাসির খান। এছাড়া আজান আওয়াইস ৩১ এবং সাহিবজাদা ফারহান ২৩ রান করেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন নাহিদ, মিরাজ ও তানজিম।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৬ রান করে আলি রেজার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন দুর্দান্ত ছন্দে থাকা এই ওপেনার। তিনে নামা শান্তও ব্যাট হাতে রাঙাতে পারেননি। ১২ রান করে মুবাশ্বির খানকে উইকেট দিয়ে ফেরেন টাইগার দলপতি। টপ অর্ডারের দুই ব্যাটারকে হারানোর পর সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজের ব্যাটে এগোতে থাকে বাংলাদেশ।

তবে দারুণ খেলতে থাকা সৌম্য রান আউটের শিকার হয়ে ফিরে যান। তার ব্যাট থেকে আসে ৩৫ রান। এরপর মিরাজকে সঙ্গ দেন তাওহীদ হৃদয়। এরপরই আঘাত হানেন পাকিস্তানের স্পিনার উসামা মীর। একে একে হৃদয়, মিরাজ, মুশফিক, জাকের আলীরা উসামার ঘূর্ণিতে প্যাভিলিয়নে ফেরেন। মিরাজ ৪৪, হৃদয় ২০, মুশফিক ৭ এবং জাকের ৪ রান করে ফেরেন।

দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর বিপদে পড়ে বাংলাদেশ। শেষদিকে তানজিম সাকিবের ৩০, রিশাদের ১৪ এবং নাসুমের ১৫ রানে ভর করে কোনোমতে দুইশ পেরোয় টাইগাররা। পাকিস্তান শাহীনসের হয়ে ৪টি উইকেট শিকার করেন উসামা মীর। এছাড়া মুসা খান ২টি এবং মুসাব্বির খান ১টি উইকেটের দেখা পান।

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট