আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী দল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের আশায় লাল-সবুজের প্রতিনিধিরা দ্বিতীয় ম্যাচে আজ টস জিতে আগে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক গেবি লুইস। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড ব্যবধানে জয়ের পর আজ মিরপুরে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচের জয়ী একাদশ অপরিবর্তিত রেখেই আজ খেলছে সাবিনা খাতুনের দল। এছাড়া প্রথম ম্যাচের পারফরম্যান্স ধরে রেখে আইরিশদের হারাতে চান টাইগ্রেস অধিনায়ক।
টস হেরে সাবিনা খাতুন বলেন, ‘আমরাও আগে ব্যাট করতে চেয়েছিলাম। প্রথম ম্যাচে ভালো পারফরম্যান্স ছিল এবং আমাদের বোলাররা দারুণ উজ্জ্বল ছিল। রান করার জন্য এটা বেশ ভালো উইকেট। তাদের কাছেও ভালো ব্যাটার রয়েছে। তবে আমরা তাদের ১৫০ রানের ভেতর আটকে রাখতে চাই। তাই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবো।’
আরও পড়ুন:
» রোনালদোর জোড়া গোল, কী বলছে চলতি বছরের পরিসংখ্যান?
» বাংলাদেশের একাধিক ম্যাচসহ আজকের খেলা (৩০ নভেম্বর ২৪)
উভয় দলের একাদশ–
বাংলাদেশ নারী একাদশ: নিগার সুলতানা (অধিনায়ক ও উইকে), নাহিদা আক্তার, ফারগানা হক, মুর্শিদা খাতুন, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, শোভনা মোস্তারি, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।
আয়ারল্যান্ড নারী একাদশ: সারাহ ফোর্বস, গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার (উইকেটরক্ষক), অরলা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, লেয়া পল, উনা রেমন্ড-হোই, আর্লেন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট ও অ্যামি ম্যাগুয়ার ।
ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৪/এফএএস