Connect with us
ক্রিকেট

টিকে থাকার ম্যাচে টস হারলো বাংলাদেশ, একাদশে রিয়াদ-রানা

TOSS
টস করছেন মিচেল স্যান্টনার ও নাজমুল হোসেন শান্ত

হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় ঘণ্টা বাজবে বাংলাদেশের। অন্যদিকে সেমিতে পা রাখবে নিউজিল্যান্ড। এমন সমীকরণের ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। অন্যদিকে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ফলে আগে ব্যাটিং করবেন শান্তরা।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা। দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সঙ্গে একাদশে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা। বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।

কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, তাদের একাদশেও দুটি পরিবর্তন হয়েছে আজ। নাথান স্মিথের জায়গায় একাদশে ফিরেছেন কাইল জেমিসন। ডেরিল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র।


আরও পড়ুন:

» তুরস্কের রাজনীতিতে ওজিল, যোগ দিলেন এরদোগানের দলে

» এক ম্যাচ জিতেও যেভাবে সেমিতে খেলতে পারে বাংলাদেশ


বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম, গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, কাইলি জেমিসন, ম্যাট হ্যানরি ও উইল ও রুর্ক।

ক্রিফোস্পোর্টস/২৪ফেব্রুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট