এশিয়া কাপের প্রথম ম্যাচেই লজ্জাজনক ব্যাটিং পারফরমেন্সে ডুবলো টাইগাররা। পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ১৬৪ রানে অলআউট সাকিব বাহিনী। বল হাতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারেনি বাংলাদেশ। লংকানদের কাছে ৫ উইকেটের পরাজয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে সাকিব বাহিনী।
টস জিতে ব্যাটিংয়ে নেমে অভিষিক্ত তানজিদ হাসান তামিম দুই বল খেলেই সাজঘরে। সেট হয়েও ব্যার্থ নাইম শেখ (১৬)। জুনিয়রদের পথ দেখাতে ব্যর্থ অধিনায়ক সাকিব ফিরেছেন মাত্র ৫ রানে।
বিপর্যয় এড়ানোর চেষ্টা নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের। জুটিতে উঠলো ৫৯ রান। ২০ রান করে সাজঘরে হৃদয়। ১৩ রানে উইকেট দিয়ে আসেন মুশফিকও। শান্ত ছিলেন সেঞ্চুরির আশায়। তার কারণে রান আউটের শিকার মিরাজ। যদিও সেঞ্চুরি পাওয়া হয়নি শান্তর। করেন ইনিংস সর্বোচ্চ ৮৯ রান। মাথিশা পাথিরানা ৩২ রানে চার উইকেট নেন।
অল্প রানের পুঁজি নিয়ে খেলতে নেমে তাসকিন ভালো শুরু করেন করুনারত্নের উইকেট নিয়ে। উইকেট পান পেসার শরিফুলও। কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরান অধিনায়ক সাকিব। তবে সামারাবিক্রামা ও আসালাঙ্কা ঘুরে দাড়ান সময়মতো। আস্তে আস্তে ম্যাচটা নিলেন নিয়ন্ত্রণে।
সাকিবের ঘুর্ণিতে ঘায়েল ধনঞ্জয়া। তবে বিপদে পড়েনি লঙ্কানরা। অধিনায়ক সানাকাকে নিয়ে বাকি পথটা পাড়ি দেন আসালাঙ্কা। অপরাজিত ৬২ রানে দল জিতিয়ে মাঠ ছাড়েন।
১১ ওভার হাতে রেখেই সুপার ফোরে এক পা লংকানদের। পাঁচ উইকেটের হারে স্বপ্নের অর্ধেক সমাধি সাকিববাহিনীর।
আরও পড়ুন: সাকিবকে হটিয়ে টিম সাউদির রেকর্ড
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৩/এজে