একদিকে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে টানা জয়ের রেকর্ড গড়ছে শ্রীলঙ্কা। নবীন দল নিয়েও দুর্দান্ত খেলেছে শ্রীলঙ্কা। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ। আর জয় দিয়ে সুপার ফোর শুরু করলো লঙ্কানরা।
শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ২৫৭ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। জবাবে ৪৮.১ ওভারে ২৩৬ রানে অলআউট হয়েছে সাকিববাহিনী। ২১ রানের জয়ে ফাইনালের দিকে এগিয়ে গেল লঙ্কানরা। অন্যদিকে পাকিস্তানের কাছে হারের পর আজকের হারে অনেকটা ব্যাকফুটে রইলো টাইগাররা।
এদিন বল হাতে লঙ্কাকে আড়াইশর মধ্যে আটকে দিয়ে সাফল্য দেখিয়েছেন বোলাররা। কিন্তু ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। তাওহীদ হৃদয় (৮২) ছাড়া উল্লেখযোগ্য কেউই রান পাননি। নামের প্রতি সুবিচার করতে পারেননি লিটন (১৫) ও শামীম (৫)। ভরসা হয়ে উঠতে পারেননি সাকিব (৩) ও মুশফিক (২৯)। মিরাজ (২১) নাঈমও (২৮) ছিলেন অনুজ্জ্বল।
লঙ্কানদের হয়ে বল হাতে পাথিরানা, শানাকা ও থিকসেনা প্রত্যেকে ৩টি করে উইকেট নেন। এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে টানা ১৩টি ম্যাচ জয়ের রেকর্ড গড়লো শ্রীলঙ্কা। তাদের চেয়ে বেশি জয় আছে শুধু অস্ট্রেলিয়ার ২১টি।
লঙ্কানদের হয়ে সামারাবিক্রমা ৯৩ রানের ইনিংস খেলে দলকে আড়াইশ ছাড়া স্কোর এনে দেন। এছাড়া কুশল মেন্ডিস ৫০ ও নিশাঙ্কা ৪০ রান করেন। টাইগারদের হয়ে বল হাতে তাসকিন ও হাসান মাহমুদ ৩টি করে এবং শরীফুল ২টি উইকেট নেন।
আরও পড়ুন: শিরোপা জয়ের নায়ক স্টোকসকে ফেরাতে যে শর্তে রাজি হন বাটলার
ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৩/এজে