নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়েই ওয়ানডে সিরিজ শুরু হলো বাংলাদেশের। ডানেডিনেতে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচটি ৪৪ রানে হেরেছে টাইগাররা। বৃষ্টির কারণে ৩০ ওভারে কমে আসা ম্যাচে কিউইদের দেওয়া ২৪৫ রানের টার্গেটে ৯ উইকেটে ২০০ করতে পারে নাজমুল শান্তর দল।
রবিবার ভোর চারটায় শুরু হওয়া ম্যাচেট টস হেরে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ডের ইনিংসেই তিন দফা বৃষ্টির বাধায় পড়ে ম্যাচ। প্রথমে ৪৬ ওভারে, পরে ৪০ এবং শেষে ৩০ ওভারে কমে আসে ম্যাচের দৈর্ঘ্য।
প্রথম ওভারে রাচিন রাভিন্দ্র ও হেনরি নিকোলসকে হারানোর পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় কিউইরা। দু’জনকেই পেসার শরিফুল ফেরত পাঠান। এরপর অধিনায়ক টম ল্যাথামের ৯২ ও ওপেনার উইল ইয়ংয়ের ১০৫ রানে ৭ উইকেটে ২৩৯ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। কিউই ইনিংসে ইয়ংসহ চারজন হন রানআউট।
জবাব দিতে নেমে সৌম্য সরকার শুরুতেই বিজয়কে ছেড়ে যান। অধিনায়ক শান্ত এসে বিজয়ের সঙ্গে স্কোর সপ্তম ওভারে ৪৭-এ টেনে তোলার পর জুটি ভাঙ্গেন ইশ সোধি। শান্ত ফেরেন ১৫ করে। কিউই বোলিংয়ের বিপক্ষে আগ্রাসী ব্যাটিংয়ে সবাই চেষ্টা করে ব্যর্থ হন। বিজয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৩ রান।
লিটন দাস ২২, মুশফিক ৪, তাওহিদ হৃদয় ৩৩ ও আফিফ ৩৮ করে ফেরেন। মেহেদি মিরাজ ২১ বলে ২৮ রানে অপরাজিত থেকে স্কোর ৯ উইকেটে দুইশো’তে নিয়ে ইনিংস শেষ করেন।
দীর্ঘদিন পর একাদশে ফিরে একেবারেই হতাশ করেছেন সৌম্য সরকার। ৬ ওভার বল করে বিনা উইকেটে রান দিয়েছেন ৬৩। পরে ব্যাট হাতে ক্রিজে নেমে চারটি বল মোকাবেলা করে কোনো রান না নিয়েই ফিরে গেছেন সাজঘরে।
আরও পড়ুন: টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিউজিল্যান্ডের
ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৩/এজে