এশিয়ান গেমসে বারবার পদক বঞ্চিত বাংলাদেশ এবার ক্রিকেট ঘিরে আশা দেখছিল। কিন্তু নারী ক্রিকেটের ইভেন্টে সেমিফাইনালেই হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। বিশাল ব্যবধানে ভারতের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে। তবে এখনো তৃতীয় স্থানের সুযোগ আছে।
রবিবার সকাল সাতটায় চীনের ঝেইজিং স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত প্রথম সেফিাইনালে পাত্তাই পায়নি বাংলাদেশ। ২০ ওভারের ম্যাচে ১৭.৫ ওভার খেলে অলআউট হয়েছে মাত্র ৫১ রানে। জবাবে ৭০ বল হাতে রেখে ৮ উইকেটে জয় নিশ্চিত করে ফাইনালে উঠেছে ভারত।
বাংলাদেশের হয়ে নিগার সুলতানা ১২, নাহিদা ৯, সোবহানা ৮ ও রিতুমনি ৮ রান করেন। বাকিরা কেউই রান পাননি। পাঁচজন আউট হয়েছেন শূন্য রানে। ভারতের হয়ে পূজা ভাস্ত্রাকর ৪টি উইকেট নিয়েছেন।
৫২ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে স্মৃদি মান্দানা (৭) ও শেফালী ভার্মা (১৭) আউট হলেও বিপদ হয়নি। দল জিতিয়ে মাঠ ছাড়েন জেমিমা (২০*)। বাংলাদেশের হয়ে মারুফা ও ফাহিমা একটি করে উইকেট নেন।
পাকিস্তান ও শ্রীলঙ্কার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত। আর পরাজিত দলের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে যে জিতবে তারা ব্রোঞ্জ পদক পাবে।
আরও পড়ুন: মুগ্ধ শোধি বললেন, বাংলাদেশ দারুণ ভদ্রতা দেখিয়েছে
ক্রিফোস্পোর্টস/২৪সেপ্টেম্বর২৩/এজে