গতকালের ৮১ রানের লিড কতটা টেনে নিয়ে যেতে পারে বাংলাদেশ সেটাই ছিল দেখার বিষয়। তবে গতকালের মেহেদী মিরাজ-নাঈম হাসানের টিকে থাকার জুটি এদিন টেকেনি বেশিক্ষণ। এমনকি শেষ ৩ উইকেট বাংলাদেশ হারিয়েছে ৫ ওভারের মধ্যেই। আর ১০৬ রানের সহজ লক্ষ্য দক্ষিণ আফ্রিকা পূরণ করে নেয় ৭ উইকেট হাতে রেখেই।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলায় মাঠে নেমেছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি বাথায় গতকাল কিছু ওভার কাটা যাওয়ার পর আজ নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে শুরু হয়েছিল ম্যাচ। যেখানে আগের দিনের ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান থেকে খেলা শুরু করেছিল বাংলাদেশ।
দিনের তৃতীয় বলেই আউট হয়ে কাজ করে ফিরে যান নাঈম হাসান। এরপর বেশিক্ষণ টিকে থাকতে পারেনি টাইগাররা। অবশ্য আগের দিনই পরাজয় নিশ্চিত হতে পারত শান্তদের। তবে মিরাজ-জাকের আলীর শতরানের জুটিতে প্রতিরোধ গড়েছিল স্বাগতিকরা। যদিও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেনি বাংলাদেশ।
সিরিজের প্রথম টেস্টে টাইগারদের হারিয়ে ১-০ ব্যবধানে লিড নিয়ে নিয়েছে প্রোটিয়ারা। আর এই নিয়ে ১৫ টেস্ট খেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের দেখা পেল না বাংলাদেশ। উল্টো নিজেদের ১৩তম পরাজয়ের সম্মুখীন হলো টাইগাররা। আগামী ২৯ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
এদিন রান তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। দশম ওভারে নিজেদের প্রথম উইকেট হারায় সফরকারীরা। দলীয় ৪২ রানে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে ২০ রানে ফেরান তাইজুল ইসলাম। প্রথম সেশনে ফাইফার পূরণের পর দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট তুলে নেন তাইজুল।
মিরপুর টেস্টের সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ–
১ম ইনিংস : ১০৬/১০
২য় ইনিংস : ৩০৭/১০
দক্ষিণ আফ্রিকা–
১ম ইনিংস : ৩০৮/১০
২য় ইনিংস : ১০৬/৩
আরও পড়ুন: অল্পের জন্য সেঞ্চুরির স্বাদ গ্রহণ করা হল না মেহেদীর
ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৪/এফএএস