Connect with us
ক্রিকেট

জয়ের কাছে গিয়েও বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ

Bangladesh vs Australia in U19 women t20 world cup
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। ছবি- বিসিবি

নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলার মেয়েরা। এই ম্যাচ জিতলে সুপার সিক্সের পথে অনেকটা এগিয়ে যেত বাংলাদেশ। তবে জয়ের খুব কাছে গিয়েও সফলতা পাওয়া হয়নি জুনিয়র টাইগ্রেসদের।

এদিন ম্যাচের প্রথম ইনিংসেই যেন পরাজয় নিশ্চিত হয়েছো বাংলাদেশের বলে মনে করেছিল অনেকে। নির্ধারিত ২০ ওভার খেলে মাত্র ৯১ রান স্কোরবোর্ডে জমা করতে পারে লাল সবুজের প্রতিনিধিরা। এত কম সংগ্রহ করেও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারবে বাংলাদেশ, সেটা হয়তো ভাবেনি অনেকে। তবে শেষ ওভার পর্যন্ত সেই ম্যাচ গড়িয়ে নিয়ে যায় টাইগ্রেসরা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটাও ভালো করেছিল অনূর্ধ্ব-১৯ অস্ট্রেলিয়া নারী দল। ৫০ রান সংগ্রহ করার আগ পর্যন্ত মাত্র এক উইকেট হারিয়েছিল তারা। তবে সেখান থেকে আর দশ রান যোগ করতেই নিজেদের পঞ্চম উইকেট হারিয়ে ফেলে অজিদের নারী দল। পরিস্থিতি এমন দিকে এগোতে থাকে টানটান উত্তেজনা সৃষ্টি হয় উভয় দলের দিকেই।


আরও পড়ুন:

» সেঞ্চুরি করেও এনামুলের আফসোস রাজশাহীকে না জেতাতে পারার

» নতুন ইতিহাস গড়ে উইন্ডিজদের টেস্ট হারাল পাকিস্তান


সহজ টার্গেট হলেও টানা উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া। আর এতেই অল্প রান সংগ্রহ করেও জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। তবে শেষ ১৮তম ওভারে এসে অস্ট্রেলিয়া হারায় নিজেদের অষ্টম উইকেট। তবে তখন তাদের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৫ রান। অবশ্য এরপর আর কোন উইকেট না হারিয়ে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপর্যয় পড়ে অনূর্ধ্ব-১৯ নারী দল। সুমাইয়া সুবর্ণা এবং আফিয়া আশিমা ব্যতীত আর কেউ স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের স্কোর। সুমাইয়া খেলেন ১৩ বলে ১৩ রানের স্কোর। আর আফিয়ার ব্যাট থেকে আসে ৩৪ বলে ২৯ রান। অপরদিকে অস্ট্রেলিয়া অধিনায়ক লুসি হ্যামিলটন ৩৫ বলে ৩০ রান করে দলকে জিতিয়ে হয়েছেন ম্যাচ সেরা।

চলমান এই টুর্নামেন্টে ১৬ টি দল ভিন্ন চার গ্রুপে ভাগ হয়ে লড়াই করছে গ্রুপ পর্বে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল কোয়ালিফাই করবে সুপার সিক্স রাউন্ডে। যেখানে ১২ দল দুইটি ভিন্ন গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে। এই দুই গ্রুপের শীর্ষ দুটি দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সেমিফাইনাল। যেখান থেকে নির্ধারিত হবে চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট।

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট