অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপের সুপার সিক্সে মুখ থুবড়ে পড়লো বাংলাদেশের মেয়েরা। ভারতের মেয়েদের কাছে হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। টুর্নামেন্টে টিকে থাকতে জয় লাগবেই এমন ম্যাচে মাত্র ৭ ওভারেই হেরেছে জুনিয়র টাইগ্রেসরা।
রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তোলে সুমাইয়ারা। জবাবে ৭.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত।
দলীয় ৯ রানে টপ অর্ডারের তিন ব্যাটার সাজঘরে ফিরেছেন। শুরুর পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। দলের হয়ে ২৯ বলে ২১ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অধিনায়ক সুমাইয়া আক্তারের। ষষ্ঠ উইকেটে ৩১ রানের জুটি গড়ে জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালান।
আরও পড়ুন:
» ভারতকে মাত্র ৬৫ রানের টার্গেট দিলো বাংলাদেশের মেয়েরা
» সিদ্ধান্ত পাল্টালো বিসিবি, হচ্ছে না মেয়েদের বিপিএল
একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২৮ জানুয়ারি খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল।
সুপার সিক্স পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এছাড়া গ্রুপ পর্ব থেকে প্রতিটি দলের সঙ্গে গ্রুপের যেই দুই প্রতিযোগী সুপার সিক্সে এসেছে, তাদের সঙ্গে খেলা ম্যাচের পয়েন্ট হিসেবে হবে এই রাউন্ডেও। সে হিসেবে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পর্ব থেকে উঠে এসেছে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড। যেখানে লাল সবুজের প্রতিনিধিরা স্কটল্যান্ডকে হারালেও পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে।
আর সেই হিসেবে গ্রুপ পর্ব থেকে এক ম্যাচ জিতে ২ পয়েন্ট রয়েছে বাংলাদেশের নামের পাশে। আর সুপার সিক্সে এবার ভারতের কাছেও হারল তারা। এতে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২। অপরদিকে ভারতের সঙ্গে যে দুদল গ্রুপ পর্ব থেকে উঠে এসেছে তাদের উভয় বিপক্ষেই জয় ছিল তাদের। ফলে আগে থেকেই ৪ পয়েন্ট ছিল ভারতের নামের পাশে। বাংলাদেশকে হারিয়ে ভারতের পয়েন্ট হয়ে গেছে ৬।
ভারত ছাড়াও সুপার সিক্সের গ্রুপ-১ এ ৬ পয়েন্ট রয়েছে অস্ট্রেলিয়ার। বাংলাদেশ শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেও ভারত কিংবা অস্ট্রেলিয়া সমান পয়েন্ট পাওয়া সম্ভব নয়। আর প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল যাবে সেমিফাইনালে। সুতরাং বলা যায় চলমান এই বয়সভিত্তিক টুর্নামেন্ট থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দলের।
ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৫/এজে