পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (মঙ্গলবার) মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। সিলেটে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বৃষ্টি আইনে ১৯ রানে জয় পায় সফরকারী ভারত।
এদিন ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর সোবাহানা মোস্তারি ও মুর্শিদা খাতুনের ব্যাটে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। তবে দলীয় ৪২ রানের মাথায় ব্যক্তিগত ১৯ রানে ফিরে যান সোবাহানা।
সোবাহানা ফিরে গেলে এক প্রান্ত থেকে দলকে টেনে নিয়ে যান মুর্শিদা। কিন্তু অপর প্রান্তে আসা-যাওয়া মধ্যেই থাকে অন্যান্য ব্যাটাররা। মাঝে মুর্শিদাকে সঙ্গ দেন রিয়া মনি। তবে ২০ রান করে ফিরে যান তিনি।
ইনিংসের ২০তম ওভারে দলীয় ১১৯ রানের মাথায় আউট হয়ে যান মুর্শিদা। ফেরার আগে ৪৯ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ১১৯ রানেই গুটিয়ে যায় টাইগ্রেসরা।
ভারতের হয়ে রাধা যাদব ৩টি এবং দিপ্তি শর্মা ও শ্রেয়াঙ্কা পাতিল ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিপদে পড়ে ভারত। দলীয় ১ রানের মাথায় আঘাত হানেন মারুফা আক্তার। ওপেনার শেফালি ভার্মাকে শূন্য রানে সাজঘরে ফেরান তিনি।
তবে এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা দয়ালন হেমালতার বিধ্বংসী ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকে ভারত। মাত্র ৫.২ ওভারেই ৪৭ রান তুলে ফেলে সফরকারীরা। আর তখনই হানা দেয় বৃষ্টি।
পরবর্তীতে বৃষ্টি আর না থামায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন বা ডিএলএসে এগিয়ে থাকায় জয় পায় ভারত। দয়ালন ২৪ বলে ৪১ রান করে ম্যাচসেরা হয়েছেন।
এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেছে ভারত। আগামী ২ মে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
আরও পড়ুন: সাকিবদের হারিয়ে ডিপিএলের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৪/বিটি