হংকংকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। তবে এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ। সাদিকুল্লাহ আতালের ঝড়ো ব্যাটিংয়ে রক্ষা পেল না টাইগারদের চ্যালেঞ্জিং টোটাল। উলটো জয়ের সম্ভাবনা দেখিয়েই ম্যাচ হারল আকবর আলীরা।
আজ রোববার (২০ অক্টোবর) ওমানে অনুষ্ঠিত এই আঞ্চলিক টুর্নামেন্টে আজ আগে ব্যাট করে ১৬৪ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে শেষ ওভারে ৪ উইকেট ও ৫ বল হাতে রেখে লক্ষ্য পূরণ করেছে আফগানিস্তান। এতে সেমিফাইনালের অপেক্ষা বাড়ল বাংলাদেশের।
এদিন অনেকটা একা হাতেই আফগানিস্তানকে ম্যাচ জিতিয়েছেন সাদিকুল্লাহ আতাল। ৫৫ বলে খেলেছেন অপরাজিত ৯৫ রানের একটি দুর্দান্ত ইনিংস। শেষ ভরসা হিসেবে উইকেটে থেকে জয় নিয়েই মাঠ ছেড়েছেন এই আফগান ক্রিকেটার। তবে আগের ওভারেই আউট হতে পারতেন তিনি; ফলাফল হতে পারত ভিন্ন।
তবে রিপন মণ্ডলের ওভারের তৃতীয় ডেলিভারিতে কাভারে আতালের দারুন একটি ক্যাচ করা হয়েছিল তালুবন্দী। যদিও পরবর্তিতে দেখা যায় সেটা ছিল নো বল। এতে জীবন পান আতাল। আর এর পরেই শেষ ৯ বলে ১৪ রানের সমীকরণ মিলিয়ে ফেলেন তিনি। সে সময় উইকেটে আর তেমন কোন ব্যাটার পারছিলেন না নিজেকে মেলে ধরতে।
এর আগে প্রথমে ব্যাটিং করে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথে টাইগার ব্যাটারদের মধ্যে রান পেয়েছিলেন জাতীয় দলের রাডারে থাকা পরিচিত মুখরাই। ওপেনিংয়ে ৩২ বলে ৫৪ রানের ইনিংস খেলেছিলেন পারভেজ হোসেন ইমন। এছাড়া শেষের দিকে জুটি গড়েছিলেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী।
হৃদয়ের ব্যাট থেকে আসে ৩১ বলে অপরাজিত ৪২ রান ও শামীমের ব্যাট থেকে ২৪ বলে ৩৮ রানের এক ঝড়ো ইনিংস। তবে শেষ পর্যন্ত তাদের সেই সংগ্রহ যথেষ্ট হয়নি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার জন্য।
আরও পড়ুন: সাকিব না থাকায় স্বস্তির কথা বললেন প্রোটিয়া অধিনায়ক
ক্রিফোস্পোর্টস/২০অক্টোবর২৪/এফএএস