Connect with us
ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ

Bangladesh made a place in the World Cup
নারী বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

টানা তিন জয়ের পর বিশ্বকাপের মূল পর্ব থেকে একধাপ দূরে ছিল বাংলাদেশ। তবে নিজেদের শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপে খেলার অপেক্ষা বাড়িয়েছিল নিগার সুলতানা জ্যোতিরা। পরবর্তীতে বিশ্বকাপে জায়গা করে নিতে তাদের বাধা হয়ে দাঁড়ায় সেই ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারালেও নেট রান রেটে এগিয়ে থাকায় বিশ্বকাপ নিশ্চিত হয়েছে বাংলাদেশের।

পাকিস্তানের কাছে ৭ উইকেটের বড় হারের পর বাংলাদেশের নেট রান রেট কমে দাড়িয়েছে ০.৬৩৯। অন্যদিকে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট ছিল ০.১০৬। শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারালে বাংলাদেশের সমান ৬ পয়েন্ট হতো ক্যারিবিয়ানদের। তবে নেট রান রেটে বাংলাদেশকে পেছনে ফেলতে হলে ওয়েস্ট ইন্ডিজকে জিততে হতো ১০ কিংবা ১১ ওভারেই।

থাইল্যান্ড আগে ব্যাট করে ৪৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। নেট রান রেটে বাংলাদেশকে পেছনে ফেলতে হলে ১০.১ ওভারের মধ্যে ১৬৭ রান করতে হতো উইন্ডিজকে। অথবা দুদলের স্কোর সমান হওয়ার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে, আর ছক্কা মেরে জিতলে ১১ ওভারের মধ্যে জিতলেই বিশ্বকাপের টিকিট পেতো ক্যারিবিয়ানরা।

আরও পড়ুন:

» রানাকে নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটারের খোঁচা, শান্তর কড়া জবাব

» বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেখাবে যে টিভি চ্যানেল

তবে ওয়েস্ট ইন্ডিজের এই টার্গেট টপকাতে প্রয়োজন হয় ১০.৫ ওভার। এর ফলে নেট রান রেটে সামান্য ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে বাংলাদেশের। পাকিস্তানের পর অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

এদিন আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকে থাইল্যান্ড। তবে নাথাকান চন্থামের ৬৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করেই ১৬৬ রান তুলতে সক্ষম হয় তারা। এছাড়া নাট্টায়া বিচাথমের ব্যাট থেকে আসে ২৯ রান এবং ২১ রান করেন চান্দিয়া সুথিরাং। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪টি উইকেট শিকার করেন আফি ফ্লেচার। এছাড়া আলিয়া অ্যালেনে ৩টি এবং আশিমিনি মুনিশার ২টি উইকেট শিকার করেন।

অন্যদিকে রানড়ায় নেমে ২৯ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেইলি ম্যাথিউজ। এছাড়া চিনলে হেনরি ১৭ বলে ৩৮ এবং কিয়ানা জোসেফ ১২ বলে ২৬ রান করেন। থাইল্যান্ডের হয়ে ১ টি করে উইকেটের দেখা পেয়েছেন ৩ বোলার।

সংক্ষিপ্ত স্কোর :

থাইল্যান্ড নারী দল: ১৬৬/১০ (৪৬.১ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ নারী দল: ১৬৮/৪ (১০.৫ ওভার)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ নারী দল ৬ উইকেটে জয়ী

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপ আসর। এর আগে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ৬টি দল— ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আর কোয়ালিফায়ার থেকে সবশেষ যুক্ত হলো পাকিস্তান ও বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট