Connect with us
অন্যান্য

রচিত হলো ইতিহাস, বাংলাদেশ খেলবে হকি বিশ্বকাপ

crifo Hockey
ইতিহাস গড়ে প্রথমবার হকির বিশ্বকাপে বাংলাদেশ।

বারবার হাতছানি দেওয়া বাংলাদেশ অবশেষে সুখবর পেল। গড়লো ইতিহাস। প্রথমবারের মতো হকির কোনো ইভেন্টের বিশ্বকাপে জায়গা করে নিলো লাল-সবুজের পতাকা। ওমানের মাসকটে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। আর এতে করেই নিশ্চিত হয়েছে জুনিয়র হকি বিশ্বকাপের টিকিট।

বিশ্ব হকির সব প্রতিযোগিতা মিলিয়ে এবারই প্রথম বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। বড়রা না পারলেও ছোটদের হাত ধরে আসলো সাফল্য। হকির এমন সাফল্য আগে দেখেনি বাংলাদেশ। বাংলাদেশ খেলবে হকি বিশ্বকাপ।

২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে জুনিয়র হকি বিশ্বকাপ। ওই আসরে খেলবে বাংলাদেশও। ওমানে চলমান যুব এশিয়া কাপের পয়েন্ট টেবিলে থাকা সেরা ছয়টি দল সুযোগ পাবে বিশ্বকাপে।

আরও পড়ুন :

» উয়েফা নেশনস লিগ কি, এটি কী ইউরোর মতোই?

» ভারত-পাকিস্তান দ্বৈরথ, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বিসিবির নতুন চাওয়া

থাইল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশের পাঁচ অথবা ছয়ে থাকা নিশ্চিত হলো। আর যুব বিশ্বকাপে এবারই প্রথম খেলবে ২৪টি দল। ভারত, পাকিস্তান, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, স্পেন, ইংল্যান্ড বেলজিয়ামের মতো দল খেলবে এই আসরে। স্বাগতিক ভারত ছাড়াও এশিয়া থেকে সুযোগ পেয়েছে জাপান, মালয়েশিয়া ও পাকিস্তান।

এর আগে বিমানবন্দরে বাংলাদেশ জুনিয়র হকি দলকে বরণ করে দিয়েছিল দেশের মানুষ। সেবার জুনিয়র এএইএফ কাপ হকি চ্যাম্পিয়ন হয়েছিল যুবারা। আর এবার প্রথমবারের মতো হকি বিশ্বকাপে খেলবে ওই দল। মূলত এবারই প্রথম কোনো হকির বিশ্ব আসরে খেলার সুযোগ পেয়েছে জিমি-চয়নদের উত্তরসূরীরা।

এর আগে স্বাগতিক ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে ফেবারিট পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারে। গ্রুপের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করায় শেষ ম্যাচটি ছিল ফাইনালের মতো। সেখানে থাইল্যান্ডকে হারিয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে গেল বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য