
এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে লাল-সবুজ জার্সিধারীরা।
প্রথমার্ধে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা খেলেছে দুই দল। ম্যাচের ৩৭ মিনিট পর্যন্ত খেলা ১-১ গোলে সমতা ছিল। তবে শেষ দুই কোয়ার্টারে আরও ৪ গোলে করে কাজাখস্তানের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
প্রথম কোয়ার্টারে গোলশূন্য ছিল উভয় দল। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্ণার থেকে বাংলাদেশকে প্রথম গোন এনে দেন আশরাফুল ইসলাম। যদিও কিছুক্ষণ পরেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় কাজাখস্তান।
আরও পড়ুন:
» নাহিদ রানার গতি নিয়ে জিম্বাবুয়ে তারকার খোঁচা
» পাকিস্তানকে হারালে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, না হলে কী হবে?
প্রথম দুই কোয়ার্টার শেষে ১-১ গোলের সমতার পর বাংলাদেশে পয়েন্ট হারানোর শঙ্কা ছিল। তবে তৃতীয় কোয়ার্টারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ। ৩ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় লাল-সবুজ জার্সিধারীরা। এই তিনটি গোল করেন নাইমুদ্দিন, রকিবুল ও সবুজ।
এরপর চতুর্থ কোয়ার্টারের শেষদিকে আরও একটি গোল করে বাংলাদেশ। এই গোলটি করেন আশরাফুল। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সবুজ।
গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় ১০ দল নিয়ে শুরু হয়েছে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ। এই টুর্নামেন্টে গ্রুপ বি থেকে অংশ নিয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তান।
উল্লেখ্য, এএইচএফ কাপের সবশেষ চার আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। যা এই টুর্নামেন্টে কোনো দলের সর্বোচ্চ শিরোপা।
ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৫/বিটি
