চলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ চলছে ঢাকার কিংস এরেনায়। ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা ৬টায়। এর আগে প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছিল সোহেল-তপুরা। তাই আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ ম্যাচ দেখুন সরাসরি:
লাল-সবুজের প্রতিনিধিদের জন্য যেমন এটি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ, তেমনি জামাল-তপুদের সঙ্গে হেড কোচ হাভিয়ের কাবরেরার অন্তিম ম্যাচও এটি। বর্তমান চুক্তির শেষ হওয়ার আগে শেষবারের মতো বাংলাদেশের ডাগআউটে দাঁড়িয়ে দলকে পরিকল্পনা দিচ্ছেন এই স্প্যানিশ কোচ।
এর আগে প্রথম ম্যাচে ভালো ফুটবল উপহার দিলেও ফিনিশিং দুর্বলতা ও ভাগ্যের নির্মম পরিহাসে পরাজয়ের স্বাদ পায় তপু-মোরসালিনরা। সেদিন দারুন গতিময় এবং গোছানো ফুটবল উপহার দেওয়ার প্রয়াস ছিল লাল সবুজের প্রতিনিধিদের। তবে নিজেদের ফুটবলে উন্নতির ছাপ স্পষ্ট গত ম্যাচে দেখিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচের আগে সোহেল রানা বলেন, ‘আসলে দেখেন প্রথম ম্যাচ আমরা যেভাবে খেলেছি, জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। এখন আমরা দ্বিতীয় ম্যাচে মনোযোগ দিচ্ছি। যেভাবে প্রথম ম্যাচ খেলেছি, দ্বিতীয় ম্যাচে আরও ভালোভাবে ঘুরে দাঁড়াতে চাই।’
আর সেই লাল-সবুজের প্রতিনিধিদের ঘুরে দাঁড়াতে দেখতে চায় কোটি বাংলাদেশি ফুটবল ভক্ত। মাঠে বসে দর্শকরা বছরে শেষবারের মতো গলা ফাটাতে তৈরি বাংলাদেশকে সমর্থন দিতে।
আরও পড়ুন:
» সাফজয়ীদের পুরস্কার দেবে অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনী
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৪/এফএএস