Connect with us
ক্রিকেট

বিকালে বাংলাদেশের ম্যাচ, দেখে নিন দু’দলের স্কোয়াড

Bangladesh Practice before Champions Trophy
বাংলাদেশ দলের প্রস্তুতি। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র কিছু মুহূর্ত। নিজেদের শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। অবশ্য গেল দুই মাসে কোন ওয়ানডে ম্যাচে মাঠে নামেনি টাইগার ক্রিকেটার। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে মাঠে নামার আগে আজ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শান্ত বাহিনী।

অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইসিসির অন্যান্য ইভেন্টের মত এবার ছিল না আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি ম্যাচের সুযোগ। তবে পাকিস্তান শাহীনসের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। যা টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের চূড়ান্তভাবে ঝালিয়ে নিতে বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির একটা একাদশ দাঁড় করানোর চেষ্টা করবে বাংলাদেশ।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে খেলতে নামবে টাইগাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। এই ম্যাচ সামনে রেখে আগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করে রেখেছে পাকিস্তান শাহীনস। যদিও আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না কোথাও 


আরও পড়ুন:

» টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উচিয়ে ধরল ব্রাজিল

» ‘বাংলাদেশের সম্ভাবনা নেই, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলবে আফগানরা’


উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। টুর্নামেন্ট উদ্বোধনের পরবর্তী দিনেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের শিরোপা মিশন। বাংলাদেশের গ্রুপে ভারত ছাড়াও থাকছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ স্কোয়াড : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

পাকিস্তান শাহিনস স্কোয়াড : মুহাম্মদ হারিস (অধিনায়ক), আমের জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট