চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর দু সপ্তাহেরও কম সময়। এরই মধ্যে দলগুলো সেরে নিচ্ছে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি। আইসিসির অন্যান্য ইভেন্টের মতো এবার থাকছে না অংশগ্রহণকারী দলগুলোর জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ। তাই সকল দল টুর্নামেন্টের ভেন্যু গুলোর সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে না।
তবে শোনা যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরুর আগে একাধিক ম্যাচ খেলতে পারে বাংলাদেশ দল। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি ম্যাচ খেলতে পারে নাজমুল হোসেন শান্তরা। এর আগে ভারতের বিভিন্ন গণমাধ্যমে শোনা গিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ।
বিভিন্ন গণমাধ্যম থেকে এই প্রস্তুতি ম্যাচ খেলার খবর পাওয়া গেলেও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোন তথ্য জানায়নি দলগুলো। এদিকে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে বড় আয়োজন করে রেখেছে আয়োজক দেশ পাকিস্তান। ঘরের মাঠে তারা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ত্রিদেশীয় সিরিজ।
এদিকে নিশ্চিত না হলেও বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এর আগে দৈনিক জাগরণ ও হিন্দুস্তান টাইমসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে আইসিসির এক কর্মকর্তার সূত্রে জানা তথ্য দিয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের সংবাদ প্রকাশিত হয়।
আরও পড়ুন:
» ইয়েশার বিপিএল ছাড়ার প্রসঙ্গে জানা গেল চমকপ্রদ খবর
» চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা অজি তারকার অবসর ঘোষণা
বর্তমানে বাংলাদেশে চলছে বিপিএলের ব্যস্ততা। অবশ্য এখন কেবল বাকি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তবে সেখানেই মাঠে নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা অন্তত সাত ক্রিকেটার। আগামীকাল ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল শেষে পরের দিনে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা।
এরই মধ্যে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। মাঠে বসেই বিপিএলে দেখছেন শিষ্যদের কিছু খেলা। আর হয়তো নিজের মাথায় সাজিয়ে নিচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা। আর সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে কাজ শুরু করেছেন বিপিএল শেষ করা একাধিক ক্রিকেটার। আর আগামীকাল শুক্রবার ঢাকায় আসবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। কোচিং স্টাফের বাকিরা যোগ দেবেন সংযুক্ত আরব আমিরাতে।
প্রসঙ্গত, পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। যেখানে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। আসন্ন এই টুর্নামেন্ট উদ্বোধনের পরের দিনই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে নাজমুল হোসেন শান্তরা।
ক্রিফোস্পোর্টস/৬ফেব্রুয়ারি/এফএএস