Connect with us
ফুটবল

সাফের ফাইনালে বাংলাদেশ-নেপাল, পরিসংখ্যানে কে এগিয়ে?

Bangladesh vs Nepal women football
বাংলাদেশ-নেপালের নারী ফুটবল। ছবি- সংগৃহীত

২০২২ সাফ ফাইনালের মঞ্চ আরও একবার সাজতে যাচ্ছে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। আবারও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলবে নেপাল। তবে এবার আর শিরোপা হাতছাড়া করতে চাইবে না স্বাগতিকরা। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ দেয়ার চেষ্টায় থাকবে নেপাল।

চলতি টুর্নামেন্টে দারুন ছন্দে রয়েছে নেপাল। যদিও প্রথম ম্যাচে ভুটানের সঙ্গে গোল শূন্য ড্র আশানুরূপ ছিল না। তবে পরবর্তী তিন ম্যাচে তারা ১৭ গোল জড়িয়েছে প্রতিপক্ষের জালে। বিপরীতে মাত্র এক গোল হজম করে ভারত ম্যাচে। সেই ধারাবাহিকতা নেপাল ধরে রাখতে চাইবে ফাইনাল ম্যাচেও।

নারীদের বিশ্ব ফুটবলের র‍্যাংকিংয়ে বাংলাদেশের তুলনায় বেশ এগিয়ে নেপাল। যেখানে তাদের অবস্থান ৯৯তম, সেখানে বাংলাদেশ আছে ১৩৯তম স্থানে। এমনকি মুখোমুখি পরিসংখ্যানেও পিছিয়ে রয়েছে বাংলাদেশের নারীরা। এখন পর্যন্ত সব মিলিয়ে ১০ ম্যাচে লাল সবুজের প্রতিনিধিদের বিপক্ষে খেলেছে নেপাল।

যেখানে বাংলাদেশের জয় রয়েছে মাত্র ১ ম্যাচে। বিপরীতে ৫ ম্যাচ জয়ে এগিয়ে আছে নেপাল। বাকি ৪ ম্যাচ হয়েছিল ড্র। আর এই দশ ম্যাচে বাংলাদেশের জালে মোট ১৫ বার বল জড়িয়েছে নেপালি ফুটবলার। যেখানে বাংলাদেশ গোলের দেখা পেয়েছে মাত্র ৬ টি। তবে সাম্প্রতিক বিবেচনায় আত্মবিশ্বাসী থাকতেই পারে বাংলাদেশ দল।

আরও পড়ুন:

» সাফের ফাইনালে নেপালকে পেল বাংলাদেশ, ম্যাচ কবে কখন?

» নানা নাটকীয়তায় সাফ থেকে ভারতের অশ্রুসিক্ত বিদায়

এছাড়া চলতি টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে ড্র করে যাত্রা শুরু করলেও এরপর ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। সেমিতে ভুটানকে ৭-১ গোলের বড় ব্যবধানে রীতিমত উড়িয়ে দিয়ে নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিয়েছে সাবিনা খাতুন-ঋতুপর্ণারা।

আরো একবার নেপালের মাটিতে তাদের হারিয়ে তাঁতের শিরোপা নিজেদের করে রাখতে চায় বাংলাদেশ। আগামী কাল মঙ্গলবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে সাবিনারা। যেখানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে।

ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল