Connect with us
ক্রিকেট

কিউইদের মাটিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের সময়সূচি

Bangladesh vs Newzeland
বাংলাদেশ বনাম নিউজিল্যাল্ড। ছবি- গুগল

আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপের আগে পরে মিলিয়ে বাংলাদেশে দু’দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শেষ করার পর এবার নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে উড়াল দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

বাংলাদেশে সদ্য সমাপ্ত দ্বি-পাক্ষিক সিরিজের শেষ টেস্ট ম্যাচে গতকাল (৯ ডিসেম্বর) চতুর্থ দিনে এসে স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নেয় কিউইরা। এর মাধ্যমে দুই ম্যাচ টেস্ট সিরিজটি ১-১ সমতায় এনে বাড়ি ফিরছে নিউজিল্যান্ড।

সদ্য সমাপ্ত সিরিজটির পর অবশ্য বিশ্রামের ফুরসত মিলছে না দল দুটির। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত হয়ে উঠেছে উভয় দলই। আগামী ১৭ ডিসেম্বরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। এরপর ২০ ও ২৩ ডিসেম্বর সিরিজের অপর দু’টি ম্যাচ হবে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ২৭,২৯ এবং ৩১ ডিসেম্বর।

এক নজরে ম্যাচের সময়সূচি :

ওয়ানডে সিরিজ

ম্যাচতারিখভ্যানুসময়
১ম ওয়ানডে১৭ ডিসেম্বরওটাগো ওভাল বিশ্ববিদ্যালয়, ডানেডিনবাংলাদেশ সময় ভোর ৪ টায়
২য় ওয়ানডে২০ ডিসেম্বরস্যাক্সটন ওভাল, নেলসনবাংলাদেশ সময় ভোর ৪ টায়
৩য় ওয়ানডে২৩ ডিসেম্বরম্যাকলিন পার্ক, নেপিয়ারবাংলাদেশ সময় ভোর ৪ টায়

টি-টোয়েন্টি সিরিজ 

ম্যাচ তারিখভ্যানুসময়
১ম টি-টোয়েন্টি২৭ ডিসেম্বরম্যাকলিন পার্ক, নেপিয়ারবাংলাদেশ সময় দুপুর ১টা ১০
২য় টি-টোয়েন্টি২৯ ডিসেম্বরবে ওভাল, মাউন্ট মঙ্গানুইবাংলাদেশ সময় দুপুর ১টা ১০
৩য় টি-টোয়েন্টি৩১ ডিসেম্বরবে ওভাল, মাউন্ট মঙ্গানুইবাংলাদেশ সময় সকাল ৬টায়

আরও পড়ুন : সামাজিক মাধ্যমে নাসুম আহমেদের ‘রহস্যময় স্ট্যাটাস’

ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৩/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট