আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন ইনজুরি থেকে ফেরা সাকিব আল হাসান। এছাড়া ইনজুরিতে টেস্ট মিস করা টাইগার কাপ্তান তামিম ইকবাল।
শনিবার দুপুরে এক বিবৃতিতে দল ঘোষণা করে বিসিবি।
বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাইম শেখ।
আরও পড়ুন:
আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে তামিমরা।
আরও পড়ুন: পদত্যাগ করলেন ফিফা সাধারণ সম্পাদক
ক্রিফোস্পোর্টস/১৭জুন২৩/এসএ
