Connect with us
ক্রিকেট

তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে বড় জয়ের দ্বারপ্রান্তে টাইগাররা

তাইজুলের দুর্দান্ত বোলিংয়ে বড় ব্যবধানে জয়ের দ্বারপ্রান্তে টাইগাররা। ছবি- সংগৃহীত

সিলেট টেস্টে রূপকথা জন্ম দেওয়ার এক এক ধাপ দূরে টাইগাররা। চতুর্থ দিনে বাংলাদেশের ৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ১১৩ রান তুলতে উইকেট হারিয়েছে ৭ টি। পঞ্চম দিনে আর মাত্র ৩ টি উইকেট নিলেই জয়ের রূপকথা লিখবে টাইগারা।

সিলেট টেস্টে ২০৫ রানের লিড আর ৭ উইকেট হাতে রেখেই তৃতীয় দিন শেষ করায় চালকের আসনে থেকেই চতুর্থ দিনের খেলা শুরু করে টাইগাররা। তবে দিনের শুরুতেই বাধে বিপত্তি। আগের দিন শতক হাকানো শান্ত কেবল ১ রান যোগ করেই সাজঘরে ফিরে যান।

শান্ত ফিরে যাওয়ার পর অভিষিক্ত শাহাদাত হোসেন ও মিরাজকে নিয়ে ছোট ছোট জুটি গড়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। পাশাপাশি তুলে নেন ব্যক্তিগত অর্ধশতকও। অর্ধশতক হাকালেও ইনিংস বেশি বড় করতে পারেননি মুশফিক। ৬৭ রান করে ফিরে যান মি. ডিপেন্ডেবল।

মুশফিক ফিরে যাওয়ার পর এক এক করে ফিরে যেতে থাকেন সোহান-তাইজুলরা। তবে অপরপ্রান্তে একাই লড়ে যাচ্ছিলেন মিরাজ। ৩৩৮ রানের মাথায় থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশ লিড পায় ৩৩১ রানের। শেষ পর্যন্ত অপরাজিত থাকার পাশাপাশি ব্যক্তিগত অর্ধশতকও তুলে নেন মিরাজ।

৩৩২ রান তাড়া করার লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রথমবারের রানের খাতা যখন শূন্য তখনই ওপেনার টম লাথামকে কট বিহাইন্ড করে সাজঘরে ফেরান পেসার শরীফুল ইসলাম। দলের বিপদ সামাল দিতে মাঠে নামেন প্রথম ইনিংসের সেঞ্চুরি করা উইলিয়ামসন। তবে আজ আর ব্যাট হাতে রাঙানো হয়নি তার। প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও তাইজুলের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

উইলিয়ামসন আউট হয়ে ফিরে যাওয়ার পর বাংলাদেশের স্পিন ভেলকির সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। একে একে উইকেট দিয়ে সাজঘরে ফিরতে থাকে কিউই ব্যাটাররা। বাংলাদেশের হয়ে তাইজুল একাই নেন চার উইকেট।

দিনশেষে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে কিউইরা। নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ২১৯ রান আর বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট। ৪৪ রান করে অপরাজিত রয়েছেন ডেরিল মিচেল।

আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরে সৌম্য,নেই মাহমুদুল্লাহ- যা বললেন নির্বাচকরা

ক্রিফোস্পোর্টস/০১ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট