চলতি বছর জুনের ১ তারিখে পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারের আসরটি। প্রথমবারের মতো সর্বোচ্চ ২০ টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণটি।
আসন্ন এই টুর্নামেন্ট কেন্দ্র করে ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটে সংস্থা (আইসিসি)। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এক্ষেত্রে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘ডি’ তে।
এছাড়া এই গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। অন্যান্য গ্রুপের তুলনায় সবচেয়ে কঠিন এই গ্রুপটি।
পহেলা জুনে বিশ্বকাপের পর্দা উঠলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর ২ দিন বিরতি দিয়ে ১০ তারিখে গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করবে টাইগাররা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে।
সেন্ট ভিনসেন্টে ১৩ তারিখে নেদারল্যান্ডস ও ১৬ তারিখে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের খেলার সমাপ্তি ঘটাবে লাল-সবুজ বাহিনী।
৪ টি গ্রুপ থেকে ২ টি করে দল উঠবে সুপার এইটে। বাংলাদেশ গ্রুপ ‘ডি’ তে শীর্ষ দুই এর মধ্যে থাকলেই সুপার এইটে খেলার সুযোগ পাবে। সুপার এইটের খেলা শেষে সেমিফাইনাল এবং ২৯ জুন ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই টি-টোয়েন্টি বিশ্ব আসরের।
এক নজরে বাংলাদেশের সকল ম্যাচ:
তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
শুক্রবার, ৭ জুন ২০২৪ | শ্রীলঙ্কা | ডালাস |
সোমবার,১০ জুন ২০২৪ | দক্ষিণ আফ্রিকা | নিউইয়র্ক |
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ | নেদারল্যান্ডস | সেন্ট ভিনসেন্ট |
রোববার, ১৬ জুন ২০২৪ | নেপাল | সেন্ট ভিনসেন্ট |
আরও পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: একনজরে পূর্ণাঙ্গ সূচি
ক্রিফোস্পোর্টস/০৫জানুয়ারি২৪/এমটি