Connect with us
ক্রিকেট

শুরুর ধাক্কা সামলে সাদমান-দিপুর জুটিতে প্রথম দিন পার করল বাংলাদেশ

সাদমান-দিপু জুটি। ছবি- সংগৃহীত

গতকাল রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে এদিন বৃষ্টির কারণে মাঠ প্রস্তুত না থাকায় ম্যাচ শুরু হতে হয় বিলম্ব। যাতে করে দিনের প্রথম দুই সেশন পুরোটাই ভেস্তে যায়। গোটা দিনে খেলা হয় শেষ ৩০ ওভার। যেখানে টস জিতে ব্যাটিংয়ে নেমে পরপর দুই ধাক্কা খায় টাইগাররা।

জ্যামাইকার স্যাবিনা পার্কে টেস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৩ রান করে বিদায় দেন মাহমুদুল হাসান জয়। আর মমিনুল হক ফেরেন রানের খাতাটা খুলেই। ১০ রানে দুই উইকেট হারানোর পর শাহাদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার সাদমান ইসলাম।

দিনের একমাত্র সেশনে ২ উইকেট হারিয়ে ৬৯ রান স্কোরবোর্ডে জমা করে বাংলাদেশ। আর তার মাঝেই সাদমান ইসলাম তুলে নিয়েছেন নিজের পঞ্চম টেস্ট ফিফটি। দিনশেষে ১০০ বলে ৫০ রান করে অপরাজিত রয়েছেন তিনি। উইকেটের ওপর প্রান্তে থাকা দিপু খেলছেন চূড়ান্ত মাত্রার টেস্ট। যেখানে ৬৩ বল মোকাবেলা করে তিনি করেছেন মাত্র ১২ রান।

আরও পড়ুন:

» বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট ম্যাচসহ আজকের খেলা (১ ডিসেম্বর ২৪)

» একজন তারকা তৈরি হচ্ছে, জুনিয়র তামিম প্রসঙ্গে মুশফিক

উল্লেখ্য, প্রথম টেস্টে ব্যর্থ জাকির হাসানের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন সাদমান ইসলাম। আর দলে ফিরেই দারুন এক অর্ধশত তুলে নিয়েছেন তিনি। এছাড়াও শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে ফিরেছেন তরুণ পেসার নাহিদ রানা। আর নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে প্রথম ম্যাচের মতোই দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ২০১ রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যের কথা জানিয়েই মাঠে নেমেছে টাইগাররা। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা সিরিজে সমতা ফেরাতে চায় মেহেদী মিরাজরা। আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে।

ক্রিফোস্পোর্টস/১ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট