ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে পাকিস্তানে গিয়েছে বাংলাদেশ দল। আর মাত্র তিনদিন বাদেই মাঠে গড়াবে প্রথম টেস্ট। আর ৩০ আগস্ট শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগেই হঠাৎ বদল হলো দ্বিতীয় টেস্টের ভেন্যু। সূচি অনুযায়ী দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচিতে। কিন্তু সেখানে হবে ম্যাচটি। বরং প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও হবে রাওয়ালপিন্ডিতে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সূত্রমতে, বদলে গেল পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের মাঠ। করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল দু’দেশের দ্বিতীয় টেস্ট। সংস্কারের কাজ চলায় দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু রবিবার জানানো হয়েছে, মাঠ বদলের কথা।
সংস্কারের কাজ চলায় ঠিক করা হয়েছিল, করাচির ন্যাশনাল স্টেডিয়ামে দর্শকশূন্য অবস্থায় হবে পাকিস্তান-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচ রবিবার অন্যত্র সরিয়ে দিল পিসিবি। আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা দু’দলের প্রথম টেস্ট। পরিবর্তিত সূচি অনুযায়ী দ্বিতীয় টেস্টও অনুষ্ঠিত হবে ওই মাঠে।
আরও পড়ুন:
» বিশ্বকাপ আয়োজন নিয়ে দোটানায় বিসিবি, সময় ২০ আগস্ট পর্যন্ত
» এবার বাফুফেকে ২০ লাখ টাকা জরিমানা করলো ফিফা
পিসিবি জানিয়েছে, নির্মাণ বিশেষজ্ঞদের পরামর্শ মতো করাচির ন্যাশনাল স্টেডিয়াম থেকে দ্বিতীয় টেস্ট সরিয়ে দেওয়া হয়েছে। কারণ টেস্ট ম্যাচের সময় নির্মাণ কাজ চললে ক্রিকেটারদের ধুলা এবং শব্দের জন্য সমস্যা হতে পারে। সম্প্রচারকারী এবং সাংবাদিকদেরও স্বাস্থ্যের পক্ষে অনুকূল পরিবেশ নেই। তাদের পরামর্শ মতো করাচি থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির হাতে সময় বেশি না থাকায় স্টেডিয়াম সংস্কারের কাজ বন্ধ করতে চাইছেন না পিসিবি কর্তারা। তাই পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট করাচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে আগামী ১৫ থেকে ১৯ অক্টোবর পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট করাচিতেই হবে বলে জানানো হয়েছে।
এদিকে টেস্ট ক্রিকেট নিয়ে দর্শকদের আগ্রহ বৃদ্ধি করতে ১৫ টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা করেছেন পিসিবি কর্তারা। এখন দেখার বিষয় ১৫ টাকার টিকি কেটেও দর্শকরা খেলা দেখতে আসেন কীনা।
ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৪/এজে